বাংলাদেশকে উইকেট দেখতে দিচ্ছেন না জিম্বাবুয়ের গ্রাউন্ডসম্যানরা

জিম্বাবুয়েতে সর্বশেষ ২০১৩ সালে সফর করেছিল বাংলাদেশ। ওই সফরে টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি কোনো ফরম্যাটেই সিরিজ জিততে পারেনি টাইগাররা। আট বছর পর দেশটিতে পূর্ণাঙ্গ সফরে গেছেন তামিম ইকবাল-সাকিব আল হাসানরা।
আগামী ৭ জুলাই (বুধবার) প্রথম টেস্ট দিয়ে শুরু হবে এই সিরিজ। টেস্টের ক্ষেত্রে উইকেটের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। অথচ খেলার দুই দিন বাকি থাকলেও এখনো উইকেট দেখতে পারেনি বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট, এমনটিই জানিয়েছেন হেড কোচ রাসেল ডমিঙ্গো।
সোমবার জিম্বাবুয়ে থেকে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে গ্রাউন্ডসম্যানরা আমাদের এখনও উইকেট দেখতে দেয়নি। তারা দেখতে দিচ্ছে না। আজ অথবা কাল যখন উইকেট দেখব, তখন বোলিং আক্রমণ নিয়ে আমরা আরও ধারণা পাব ।’
সিরিজ শুরুর আগে বাংলাদেশের অন্যতম দুশ্চিন্তার নাম ইনজুরি। দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য তামিম ইকবাল ও মুশফিকুর রহিম দেশ ছেড়েছেন ইনজুরিকে সঙ্গে নিয়েই। মুশফিকের ইনজুরি খুব একটা গুরুতর না হলেও প্রথম টেস্টে তামিমের খেলা নিয়ে যথেষ্ট সংশয় আছে বলে জানিয়েছেন ডমিঙ্গো।
তিনি বলেন, ‘মুশফিক আত্মবিশ্বাসী যে সে খেলার মতো ফিট হয়ে উঠতে পারবে। তার পুনর্বাসন দারুণ হয়েছে। সবকিছু ঠিক পথেই আছে। তার খেলা নিয়ে আত্মবিশ্বাসী। তামিম এখনও শতভাগ নিশ্চিত না। তাকে নিয়ে সংশয় আছে। আমার ধারনা খুব শিগগিরই সিদ্ধান্ত নেওয়া যাবে।’
এমএইচ