প্রীতি ম্যাচে অপ্রীতিকর ঘটনা, মরিনিওসহ লাল কার্ড ৪ জনের

বেনিতো ভিয়ামারিনে স্বাগতিক রিয়াল বেটিসের বিপক্ষে জোসে মরিনিওর দল রোমা নেমেছিল ‘প্রীতি ম্যাচ’ খেলতে। কিন্তু ম্যাচটা শেষমেশ আর ‘প্রীতি’ ম্যাচ রইল না, বনে গেল অপ্রীতিকর এক পরিস্থিতি। মরিনিও দেখলেন লাল কার্ড, পরে তার দলও হেরে গেল ৫-২ গোলে!
গত মে মাসে টটেনহ্যাম থেকে চাকরিচ্যুত হওয়ার পরই রোমার দায়িত্ব পেয়ে গিয়েছিলেন মরিনিও। এরপর তার দল খেলেছে বেশ কিছু প্রাক মৌসুম প্রীতি ম্যাচ, তবে শেষ দুই মাসে তেমন আলোচনাতেই আসেননি ইউরোপীয় ফুটবলের অন্যতম সেরা এই কোচ।
আলোচনায় এলেন বেটিসের মাঠে লাল কার্ড দেখে। ম্যাচের তখন ৬০ মিনিট, তৃতীয় গোলটি করে ম্যাচে ২-২ সমতা ভেঙে দিয়েছে বেটিস, মরিনিওর খেদ ঝাড়লেন সে গোলটা নিয়েই। তেড়ে গেলেন রেফারি হোর্হে ফিগেরোয়ার কাছে।
কোচ মরিনিওর সঙ্গে রোমা ফুটবলার লরেঞ্জো পেলেগ্রিনিও দ্বিতীয় হলুদ কার্ড দেখে ছাড়লেন মাঠ। এরপর আরও দুটো সংঘর্ষে জিয়ানলুকা মানচিনি আর রিক কারাসডর্পও। তাতে রোমা বনে গেল আট জনের দল। শেষমেশ সেই দলটা হারল ৫-২ গোলে। মরিনিওর রোমা আগামী ২২ আগস্ট ফিওরেন্টিনার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের সিরি’আ মিশন শুরু করবে।
এনইউ/এটি