চার ম্যাচ আগেই প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা

রেফারির শেষ বাশির সঙ্গে সঙ্গেই বসুন্ধরার ডাগ আউটে উল্লাস। বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ জামালকে ২-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো লিগ শিরোপা নিজেদের করে নেয় স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন শিষ্যরা। বাংলাদেশ পেশাদার লিগে তৃতীয় দল হিসেবে একের অধিক চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করল বসুন্ধরা কিংস। ১৩ আসরের মধ্যে সর্বোচ্চ ছয় বারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী, শেখ জামাল তিন বার, তৃতীয় সর্বোচ্চ বসুন্ধরা কিংস দুই বার, একবার শেখ রাসেল ক্রীড়া চক্র আরেকবার পরিত্যক্ত।
২০১৮-১৯ মৌসুমে ঘরোয়া ফুটবলের শীর্ষ পর্যায়ে প্রথমবার এসেই লিগ চ্যাম্পিয়ন হয়েছিল বসুন্ধরা কিংস। গত বছর করোনার জন্য লিগ পরিত্যক্ত হয়। চলতি বছর তারা লিগের শিরোপা নিজেদের কাছেই রাখল। ২০ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে বসুন্ধরা কিংস শিরোপা নিশ্চিত করল। চার ম্যাচ আগেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলতি আসরের শিরোপাধারী দল পেল।
আগের লেগে শেখ জামাল বসুন্ধরার বিপক্ষে দুর্দান্ত ফুটবল খেললেও আজ সোমবার দেখা গেছে অন্য শেখ জামালকে। এর জন্য দায়ী অবশ্য শেখ জামাল কতৃপক্ষই। ম্যাচের কিছুক্ষণ আগে দলের হেড কোচ শফিকুল ইসলাম মানিককে বরখাস্ত করা হয়। যার অধীনে শেখ জামাল দুর্দান্ত খেলছিল। সেই মানিককে আকস্মিক কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দায়িত্ব থেকে অব্যাহতি দেন ক্লাবের চেয়ারম্যান মনজুর কাদের।
হেড কোচের বিদায় শেখ জামাল ফুটবলারদের পারফরম্যান্সে স্বাভাবিকভাবেই প্রভাব পড়েছে। অন্য দিকে ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে ভারি বৃষ্টি হওয়ায় দুই দলের ফুটবলারদেরই স্বাভাবিক নৈপুণ্য প্রদর্শন করতে পারেনি। একে তো কোচ মানিক নেই এর মধ্যে দলের অন্যতম বিদেশি ফুটবলার ওতাবেক নেই কার্ড সমস্যার জন্য। এর ফলে বসুন্ধরা কিংস বেশ সহজেই হারিয়েছে শেখ জামালকে।
ম্যাচের দুই অর্ধে একটি করে গোল হয়েছে। ব্রাজিলিয়ান রবসন রবিনহো ২১ মিনিটে জামালের বিরুদ্ধে লিড এনে দেন। রবিনহোর এটি লিগের ১৯ তম গোল। বাংলাদেশ প্রিমিয়ার লিগে বসুন্ধরার আর চারটি ম্যাচ বাকি রয়েছে। ১৯৮২ সালে আব্দুস সালাম মুর্শেদির ২৭ গোলের রেকর্ড স্পর্শ করতে প্রয়োজন তার আরও ৮ গোল দরকার। ১২ আগস্ট দুর্বল প্রতিপক্ষ আরামবাগের বিরুদ্ধে ম্যাচ রয়েছে। এএফসি কাপের আগে তাকে কোচ খেলাবেন কি না সেটাও প্রশ্ন।
শেখ জামাল পিছিয়ে পড়ার পর ম্যাচে ফেরার চেষ্টা করেছে কিছুটা। কিন্তু ফলপ্রসূ হয়নি। উল্টো কিংসের আরেক ব্রাজিলিয়ান জোনাথন ফার্নান্দেজ ৬২ মিনিটে আরেক গোল করলে কিংসের শিরোপা উৎসব হয় সময়ের অপেক্ষা। ম্যাচের বাকি সময় গোল না হওয়ায় ২-০ গোলে পরাজয় নিয়ে মাঠ ছাড়ে শেখ জামাল। ১৯ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে তিন বারের চ্যাম্পিয়ন দলটি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের রোল অব অনার
| সাল | চ্যাম্পিয়ন | রানার্স আপ |
| ২০০৭-০৮ | ঢাকা আবাহনী | মোহামেডান |
| ২০০৮-০৯ | ঢাকা আবাহনী | মোহামেডান |
| ২০০৯ | ঢাকা আবাহনী | মোহামেডান |
| ২০১০-১১ | শেখ জামাল | মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র |
| ২০১১-১২ | ঢাকা আবাহনী | মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র |
| ২০১৩-১৪ | শেখ রাসেল | শেখ জামাল |
| ২০১৪-১৫ | শেখ জামাল | শেখ রাসেল ক্রীড়া চক্র |
| ২০১৫-১৬ | শেখ জামাল | ঢাকা আবাহনী |
| ২০১৬-১৭ | ঢাকা আবাহনী | চট্টগ্রাম আবাহনী |
| ২০১৭-১৮ | ঢাকা আবাহনী | শেখ জামাল |
| ২০১৮-১৯ | বসুন্ধরা কিংস | ঢাকা আবাহনী |
| ২০১৯-২০ | পরিত্যক্ত | পরিত্যক্ত |
| ২০২০-২১ | বসুন্ধরা কিংস |
এজেড/এমএইচ/এটি