এএফসি কাপ খেলতে মালেতে পৌঁছে গেছে বসুন্ধরা কিংস

এএফসি কাপ খেলতে বসুন্ধরা কিংস আজ সন্ধ্যায় মালদ্বীপের রাজধানী মালেতে পৌছেছে। মালদ্বীপ সময় সন্ধ্যা সাতটায় (বাংলাদেশ সময় রাত আটটা) কিংস মালদ্বীপ পৌঁছায়। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তারা এখন হোটেলে অবস্থান করছে।
গতকাল ভোররাতে মালের উদ্দেশ্যে রওনা করে কিংস। ভোররাত চারটায় ফ্লাইটে উঠে কিংস। ঢাকা থেকে প্রথমে দোহা যায় অস্কারের শিষ্যরা। দোহায় ট্রানজিটে কয়েক ঘন্টা অপেক্ষা করতে হয় তপু বর্মণদের। দোহা থেকে মালের উদ্দেশ্যে রওনা হন তপুরা।
বসুন্ধরা কিংস ঘরোয়া ফুটবলে গত দুই তিন বছরের নিজেদের শ্রেষ্ঠত্ব দেখিয়েছে। বাংলাদেশের মাটিতে তারা বিদেশি দলের সঙ্গে খেললেও এবারই প্রথম তারা দেশের বাইরে গেল। এশিয়ার ক্লাব পর্যায়ের টুর্নামেন্ট এএফসি কাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।
এজেড/এনইউ