মার খেলে উপভোগটা থাকে না: মেহেদী

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ দলের আস্থা হয়েছেন অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। দলের প্রয়োজনে সব জায়গায় ব্যাট করতে দেখা যায় তাকে। ওপেনিংয়েও হাল ধরেছেন কয়েকবার। শুধু ব্যাট হাতেই নয়, নিজের অফ স্পিন দক্ষতায় বাজিমাত করছেন তিনি। অজি সিরিজের পাঁচ ম্যাচেই হাতে তুলেছেন নতুন বল। যেখানে সফলই বলতে হবে মেহেদীকে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি পাঁচবারই বল হাতে ইনিংস শুরু করেছেন মেহেদী। প্রথম ম্যাচের প্রথম বলেই ফিরিয়েছেন অ্যালেক্স ক্যারিকে। পরে আরও দুই ম্যাচে নতুন বল হাতে তুলেই ব্রেক-থ্রু এনে দেন দলকে। নতুন বলে বল করার এই দায়িত্ব বেশ উপভোগ করছেন মেহেদী। তবে মাঝেমধ্যে বোলিং করতে এসে অধিক রান দিলে উপভোগের বিষয়টি আর থাকে না তার।
রোববার পাঠানো এক ভিডিও বার্তায় মেহেদী বলছিলেন, ‘নতুন বলে বল করলে উপভোগ তো করতেই হয়। তবে টি-টোয়েন্টি ক্রিকেট, মাঝেমধ্যে মার খেলে উপভোগটা থাকে না। যেহেতু টি-টোয়েন্টি ক্রিকেট, অনেক চিন্তা ভাবনা করে বল করতে হয়। কম সময়ের খেলা। তাৎক্ষনিক অনেক কিছু করতে হয়। সেক্ষেত্রে নতুন বলের ভূমিকাটা অনেক গুরুত্বপূর্ণ। যদি আমি সফল হতে পারি, তাহলে দলের জন্য ভালো।’
সঙ্গে যোগ করেন মেহেদী, ‘আপনি যদি দলের বোলিং ইউনিট দেখেন, শুরুটা ভালো করতে পারলে অন্য বোলারদের আত্মবিশ্বাস বেড়ে যায়। টি-টোয়েন্টি খেলায় আসলে প্রথম দু-একটি ওভার দেখলেই বোঝা যাবে, কোন দিকে ম্যাচটি যাচ্ছে। আমাদের দলে যে বোলার আছে, তারা তাদের জায়গা থেকে খুব ভালো করছে। এভাবে চলতে থাকলে আমাদের বোলিং ইউনিট খুব ভালো একটা ম্যাসেজ দিতে পারবে অন্য দলগুলোর জন্য।’
অস্ট্রেলিয়ার পর এবার মিশন নিউজিল্যান্ড। এই সিরিজেও সমান পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। মিরপুরে মন্থর উইকেটে স্পিনারই মূল ভূমিকা পালন করবেন। যেখানে মেহেদীর হাতেই দেখা যেতে পারে নতুন বল। এই সিরিজের আগে সতীর্থদের প্রাপ্য কৃতিত্ব দিলেন ২৬ বছর বয়সী এই অলরাউন্ডার।
মেহেদী বলেন, ‘যেহেতু আমাদের দলে মুস্তাফিজ আছে, সাকিব ভাই আছে, শরিফুল খুব ভালো করছে। যার যার থেকে সবাই ভালো করছে এবং আমার নিজের আরও উন্নতি করতে হবে। বাংলাদেশকে দলকে সামনে এগিয়ে নেওয়ার জন্য নিজেকে আরও মেলে ধরতে হবে।’
টিআইএস/এটি