বাংলাদেশ-উইন্ডিজ সিরিজ দেখা যাবে তিন চ্যানেলে

আগেই জানা গিয়েছিল, বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের টিভি স্বত্ব পেয়েছে বিজ্ঞাপনী সংস্থা বেনটেক। সোমবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হয়, বাংলাদেশ-উইন্ডিজের মধ্যকার ওয়ানডে ও টেস্ট সিরিজ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেল। খেলা দেখতে পারবেন বাংলাদেশ টেলিভিশনের পর্দায়ও।
ঘরের মাঠে উইন্ডিজ সিরিজ। এই সিরিজ দিয়ে প্রায় ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ দল। পুরো সিরিজ জুড়ে মাঠে দর্শক প্রবেশের অনুমতি রাখেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্বাভাবিকভাবেই টেলিভিশন পর্দায় চোখ থাকবে সমর্থকদের।
এদিকে গাজী গ্রুপের সঙ্গে টেলিভিশন সম্প্রচার চুক্তির মেয়াদ শেষ হয়েছে বিসিবির। সচরাচর চার বছরের সম্প্রচার চুক্তিতে যায় টাইগার বোর্ড। তবে এবার করোনার কারণে শুধুমাত্র উইন্ডিজ সিরিজের জন্য টিভি স্বত্ব বিক্রয়ের দরপত্র আহ্বান করেছিল। যেখানে বেশ কয়েকটি প্রতিষ্ঠান নিলামে অংশ নেয়।
এবার নিলামে অংশ নিয়ে সম্প্রচার স্বত্ব পেতে টি স্পোর্টস দাম হাঁকিয়েছিল ১৩ কোটি টাকা। গাজী গ্রুপ দিতে চেয়েছিল ১৭ কোটি টাকা। তবে তাদের ছাপিয়ে ১৭ কোটি ৯০ লাখ টাকা দাম হাঁকায় বিজ্ঞাপনী সংস্থা বেনটেক। এতেই সবাইকে পিছনে ফেলে বাংলাদেশ বনাম উইন্ডিজ সিরিজের টেলিভিশন সম্প্রচার স্বত্ব পেয়ে যায় তারা।
বেনটেক টিভি স্বত্ব কিনলেও ঠিক কোন চ্যানেলে খেলা দেখা যাবে সেটি নির্দিষ্ট করেনি এতোদিন। সোমবার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলনে রাজধানীর দ্য ওয়েস্টিন হোটেলের অফিসিয়াল সম্প্রচারকারী চ্যানেলের নাম ঘোষণা করা হয়। যেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া বিভাগের জালাল ইউনুস টি স্পোর্টস ও নাগরিক টিভির নাম জানিয়েছেন। বিটিভিতেও সরাসরি খেলা দেখা যাবে জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বেনটেক লিমিটেডের পরিচালক আমজাদ হোসেন আরজু, টি স্পোর্টসের নির্বাহী পরিচালক নুরুল ইসলাম খান ও নাগরিক টিভির পরিচালক নাভিদুল হক।
টিআইএস/এটি