পাওয়ার প্লেতে ফের কিউইদের আটকে রাখল টাইগাররা

আগের তিন ম্যাচের মতো চতুর্থ টি-টোয়েন্টিতেও পাওয়ার প্লের সুযোগ কাজে লাগাতে পারেননি নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে পাওয়ার প্লের ৬ ওভারে কিউইরা করেছে মাত্র ২২ রান। ইনিংসের শুরুতেই নাসুম আহমেদের জোড়া আঘাতে খেই হারিয়ে ফেলা সফরকারীরা পাওয়ার প্লেতে ওভার প্রতি মাত্র ৩.৬৬ গড়ে রান তুলেছে।
এর আগের তিনটি ম্যাচেও পাওয়ার প্লেতে দ্রুত রান তুলতে ব্যর্থ হয় নিউজিল্যান্ড টপ অর্ডার। ম্যাচ তিনটিতে প্রথম ৬ ওভার শেষে কিউইদের সংগ্রহ ছিল যথাক্রমে ৪ উইকেটে ১৮, ২ উইকেটে ২৮ ও ১ উইকেটে ৪০ রান।
গত তিন ম্যাচে টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ নতুন বল তুলে দিয়েছিলেন শেখ মেহেদীর হাতে। আজকের (বুধবার)ম্যাচে তার বদলে নাসুমের ওপর আস্থা রাখেন রিয়াদ। দুই কিউই ওপেনার রাচিন রবীন্দ্র ও ফিন অ্যালেনকে দ্রুত সাজঘরে পাঠিয়ে আরও একবার অধিনায়কের আস্থার প্রতিদান দেন বাঁ হাতি এই অফ ব্রেক বোলার।
এর আগে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক টম লাথাম। অপর প্রান্তে সাকিব আল হাসান খুব একটা সুবিধা করতে না পারলেও অফ স্টাপ লাইন থেকে দুর্দান্ত টার্ন আদায় করে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের চাপে রাখেন নাসুম। ইনিংসের ৫ম ওভারে সাকিবের পরিবর্তে শেখ মেহেদীকে আক্রমণে আনেন রিয়াদ। নিজের প্রথম ওভারে মাত্র ২ রান দেন এই অলরাউন্ডার।
এর পরের ওভারে কাটার মাস্টার মুস্তাফিজ এসে মাত্র ২ রান দিলে প্রথম ছয় ওভার শেষে মাত্র ২২ রান তুলতে পেরেছে নিউজিল্যান্ড।
এআইএ/এমএইচ/এটি