মেসির অভাব পূরণ করবেন ডিপাই?

লিওনেল মেসি বার্সেলোনা ছেড়ে গেছেন অনেকদিন হলো। সময় গড়ালেও তার অভাব এখনো বোধ করেন ক্লাবটির সমর্থকরা। আর করবেন নাই-বা কেন! কিংবদন্তি ইনিয়েস্তা, জাভি, পুওলদের বিদায় এর পর দীর্ঘ সময় দলটি প্রায় একা হাতেই সামলেছেন মেসি। গোল করা কিংবা গোল করানো দুটিতেই সমান পারদর্শী মেসির দলের প্রয়োজনে নিচে নেমেও আক্রমণ গড়তে সহায়তা করতেন।
সাবেক দুই তারকা নেইমার জুনিয়র ও লুইস সুয়ারেজের বিদায়ের পর একা হাতে সামলেছেন বার্সার আক্রমণভাগ। লিওনেল মেসির বিদায়ে ভেঙে পড়তে পারে বার্সার আক্রমণভাগ এমন শঙ্কা থাকলেও এখন পর্যন্ত নিজের কাজটা বেশ ভালোভাবেই করে চলেছেন চলতি বছরেই দলে যোগ দেওয়া মেম্ফেস ডিপাই।
চলতি ২০২১-২২ মৌসুমে ইতিমধ্যেই ৭ বার জালের দেখা পেয়েছেন নেদারল্যান্ডসের এই ফরোয়ার্ড। এর মধ্যে দুটি গোল করেছেন কাতালান ক্লাবটির হয়ে। জাতীয় দলের ৩ ম্যাচ খেলে করেছেন বাকি ৫টি গোল। বার্সার কোচ রোনাল্ড কোম্যানের অনুরোধে লিয়ন থেকে ফ্রি ট্রান্সফারে এখানে আসেন তিনি।
দারুণ ফর্মে থাকায় ডিপাইকে নিয়ে দারুণ আশাবাদী বার্সেলোনা ভক্তরা। এদিকে নেদারল্যান্ড জাতীয় দলের কোচ থাকার সুবাদে কোম্যানও ভালোই জানেন ডিপাইয়ের শক্তি ও দুর্বলতার জায়গা। তাই এখন পর্যন্ত পুরোনো শিষ্যের ওপরই আস্থা রেখেছেন বার্সেলোনা কোচ। মেসির অভাব অপূরণীয় হলেও এই মুহূর্তে তার যোগ্য বিকল্পের সন্ধানে রয়েছে ব্লগরানারা(বার্সেলোনা ফুটবল দল)। সেই প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারেন ডিপাই সেটাই এখন দেখার বিষয়।
এআইএ/এমএইচ