মৃত্যুর মুখ থেকে ফিরে কেয়ার্নসের ভিডিও প্রকাশ

জীবন মৃত্যুর সন্ধিক্ষণেই চলে গিয়েছিলেন নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার ক্রিস কেয়ার্নস। হৃদরোগে আক্রান্ত হওয়ার পরে স্পাইনাল স্ট্রোকের শিকার হয়েছিলেন, এরপর পক্ষাঘাতও গ্রাস করে ফেলেছিল তাকে। সে অবস্থা থেকে অবশেষে ফিরে এসেছেন কেয়ার্নস।
কিছুটা সুস্থবোধ করায় রোববার অনেক দিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও ফিরে এসেছেন তিনি। তার জীবনের কঠিন সময়ে গুরুত্বপূর্ণ অবদান রাখায় চিকিৎসকদের ধন্যবাদ জানাতেও ভোলেননি কেয়ার্নস।
অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার এক হাসপাতালে চলছিল তার চিকিৎসা। তখন তার জানা ছিল না, তিনি আদৌ বেঁচে ফিরবেন কিনা, ভিডিওবার্তায় সেটাও জানালেন নিউজিল্যান্ড কিংবদন্তি। বললেন, ‘খুব খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছিলাম। হৃদরোগে আক্রান্ত হওয়ার পরে আমার হৃদপিণ্ডে অস্ত্রোপচার করা হয়। এরপর শারীরিক অবস্থার আরও অবনতি হতে শুরু করে। স্পাইনাল স্ট্রোক হয়, এরপর পক্ষাঘাতগ্রস্থও হয়ে পড়ি। এখন অবশ্য সে অবস্থা থেকে ফিরে এসেছি।’
স্পাইনাল স্ট্রোকের পর সেখানে অস্ত্রোপচার করা হয়েছে তার। এখন তার আর সোজা হয়ে বসতে আর কোনো সমস্যা নেই। বললেন, ‘সাধারণ জীবনে কবে ফিরব জানি না। তবে এটা নিশ্চিত, আমার সামনের পথ আরও কঠিন। এখন অনেক বেশি শৃঙ্খলার মধ্যে থাকতে হবে আমাকে। দ্রুততম সময়ে যেন সুস্থ হয়ে উঠতে পারি, তার সর্বাত্মক চেষ্টাই করতে হবে আমাকে।’
যাদের অক্লান্ত চেষ্টায় মৃত্যুর কাছ থেকে স্বাভাবিক জীবনের কাছাকাছি আসতে পারছেন, সেই চিকিৎসকদের ধন্যবাদ জানাতে ভোলেননি কেয়ার্নস। বললেন, ‘আমার দারুণ যত্ন নেওয়া হয়েছে ক্যানবেরা হাসপাতালে। এক সময় মনে হচ্ছিল আর বোধহয় বাঁচতে পারব না। চিকিৎসকদের অনেক ধন্যবাদ। তারাই আমার প্রাণ ফিরিয়ে দিয়েছেন। তাদের এই চেষ্টা কখনও ভোলা সম্ভব নয়।’
এনইউ/এটি