বাংলাদেশের দুই জিএমের ড্র

জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টারস দাবা প্রতিযোগিতার চতুর্থ রাউন্ড শেষে ভারতের আন্তর্জাতিক মাস্টার মিত্রভা গুহ পূর্ণ ৪ পয়েন্ট করে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। সাড়ে তিন পয়েন্ট নিয়ে ভারতের দুই আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ নুবাইরশাহ শেখ ও কুস্তভ চ্যাটার্জী দ্বিতীয় স্থানে রয়েছেন। তিন পয়েন্ট নিয়ে বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ও ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জী, ইউক্রেনের গ্র্যান্ড মাস্টার আন্দ্রে সুমিতস, ভারতের চার আন্তর্জাতিক মাসটার সায়ন্ত দাস, শ্রীজিৎ পল. সংকল্প গুপ্ত ও অরন্যক ঘোষ।
চতুর্থ রাউন্ডের খেলায় বাংলাদেশের দুই গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ও জিয়াউর রহমান উভয়ই ড্র করেছেন।
আন্তর্জাতিক মাস্টার অরন্যক গ্র্যান্ড মাস্টার জিয়ার সাথে, আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল বেলজিয়ামের গ্র্যান্ড মাস্টার ভাদিম মালাকাতকোর সাথে, গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব ভারতের মহিলা আন্তর্জাতিক মাস্টার অর্পিতা মূখার্জীর সাথে, ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ ইউক্রেনের গ্র্যান্ড মাস্টার আলেকজান্ডার যুবারেভের সাথে, ক্যান্ডিডেট মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ইরানের গ্র্যান্ড মাস্টার গায়েম এহসান মাঘামীর সাথে,ক্যান্ডিডেট মাস্টার সাদনান হাসান দিহান ফিদে মাস্টার সুব্রত বিশ্বাসের সাথে, মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমানের সাথে, মোর্তুজা মাহাথীর ইসলাম দেলোয়ার হোসেনের সাথে ও মারযুক চৌধুরী মোঃ শরীয়তউল্লার সাথে ড্র করেন।
আন্তর্জাতিক মাস্টার মিত্রভা আন্তর্জাতিক মাস্টার সায়ন্তকে, আন্তর্জাতিক মাস্টার কুস্তুভ ভারতের আন্তর্জাতিক মাস্টার সামেদ জয়কুমার শেঠীকে, আন্তর্জাতিক মাস্টার সংকল্প চেক রিপাবলিকের গ্র্যান্ড মাস্টার আলেক্সি কিনলেনিস্কিকে, ফিদে মাস্টার দেবরাজ ভারতের আন্তর্জাতিক মাস্টার সাহাকে, আন্তর্জাতিক মাস্টার শ্রীজিৎ ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরীকে, গ্র্যান্ড মাস্টার মোসাদ্দেকপৌর মাসৌদ শ্রীলংকার ক্যান্ডিডেট মাস্টার নিয়ানগে রানিনদো দিলশানকে, শফিক আহমেদ কিরগিজস্তানের আন্তর্জাতিক মাস্টারআসেল আবদিজবারকে, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগকে, ফিদে মাস্টার মোঃ তৈয়বুর রহমান পাকিস্তানের আন্তর্জাতিক মাস্টার মাহমুদ লোদীকে, ভারতের সুভায়ন কুন্ডু ক্যান্ডিডেট মাস্টার মোঃ শরফি হোসেনকে, ভারতের সংকেত চক্রবর্তী মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুমকে, শ্রীলংকার পিওমানথা সাসিত নিপুন স্বর্নাভো চৌধুরীকে, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন ক্যান্ডিডেট মাস্টার নাইম হককে, সাকলাইন মোস্তফা সাজিদ অনত চৌধুরীকে, শওকত হোসেন পল্লব ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড়কে, ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ মোঃ সাজিদুল হককে, ক্যান্ডিডেট মাস্টার চঞ্চল কুমার ঘোষ কাজী জারিন তাসনিমকে, ক্যান্ডিডেট মাস্টার মোঃ জামাল উদ্দিন মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌসকে ও মোহাম্মদ শামীম ওয়াদিফা আহমেদকে পরাজিত করেন। আগামীকাল পঞ্চম রাউন্ডের খেলা।
এজেড/এমএইচ