খুশি রেকর্ড গড়া আকিল, হতাশ উইন্ডিজ অধিনায়ক

লক্ষ্যটা খুবই ছোট। মাত্র ১২৩ রান। তবুও বাংলাদেশকে এই লক্ষ্য ছুঁতে বেশ বেগ পেতে হয়েছে। হারাতে হয়েছে টপ অর্ডারের চার ব্যাটসম্যানের উইকেট। তার বেশির ভাগ কৃতিত্বই ওয়েস্ট ইন্ডিজের হয়ে অভিষেক হওয়া স্পিনার আকিল হোসেনের। অভিষেকেই আলো ছড়িয়েছেন তিনি।
১০ ওভার বল করে এক মেইডেনসহ ২৬ রান দিয়ে তিন উইকেট পেয়েছেন আকিল। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে অভিষেকেই এটি যেকোনো স্পিনারের সেরা বোলিং ফিগার। তবে নিজের এমন পারফরম্যান্সের দিনেও দলের হারের কারণে খুশি হতে পারছেন না আকিল।
তিনি বলেন, ‘নিজের পারফরম্যান্সে আমি খুশি। তবে দলকে জেতাতে না পারাটা সবসময় মাথায় থেকে যাবে। এমনিতে নিজের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট। অভিজ্ঞতা বেশ ভালো ছিল। আমরা সবটা দিয়ে চেষ্টা করেছি। দুর্ভাগ্যজনকভাবে আমরা পারিনি। আশা করি, পরের ম্যাচে আমরা ভালোভাবে ঘুরে দাঁড়াতে পারব।’
আকিলের মতো হতাশ উইন্ডিজ অধিনায়ক জেসন মোহাম্মদও। বিশেষত ব্যাটসম্যানদের কাছ থেকে আরও ভালো কিছুর প্রত্যাশা ছিল তার। তবে এই হার থেকেও কিছু ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন বলে জানিয়েছেন তিনি।
ক্যারিবীয় অধিনায়ক বলেন, ‘আমি মনে করি এটি কিছুটা হতাশার ছিল। এটি শুরু করাটা সহজ ছিল না, তবে জুটি গড়ার জন্য আমাদের পর্যাপ্ত লোক ছিল না এবং যারা ভালো শুরু করেছিল তারা চালিয়ে যেতে পারেনি। আমরা যখন চাপে ছিলাম তখন তাদের (মায়ার্স ও পাওয়েল) জুটিটা দুর্দান্ত ছিল। তবে আমাদের আরও জুটি দরকার ছিল।’
তিনি আরও বলেন, ‘এখানে আসা এবং ক্রিকেট খেলার জন্য এটি খুবই একটা কঠিন জায়গা। উইকেটটি খুবই ধীরগতির ছিল এবং স্পিনিং ছিল। আমরা যে স্কোরই করি না কেন আমরা চেষ্টা করি চাপ তৈরি করতে এবং অপর দলকে আউট করতে। আকিল দারুণ বোলিং করেছে। কিছু ইতিবাচক জিনিসি রয়েছে যা আমরা বিবেচনা করতে পারি।’
এমএইচ