সাফের ফাইনাল খেলতে চান ইয়াসিন আরাফাত

দুটি হলুদ কার্ড হওয়ায় নেপালের বিপক্ষে ম্যাচে দলের বাইরে ডিফেন্ডার ইয়াসিন আরাফাত। প্রেসক্সের পাশে বসা চেয়ারগগুলোতে বসে খেলা দেখছেন ইয়াসিন। আগের তিন ম্যাচে তিনি মাঠে দাপিয়ে বেড়িয়েছেন। দুটি কার্ড তাকে মাঠ থেকে ছিটকে দিল।
হাফটাইমের সময় ইয়াসিন আরাফাত বলছিলেন, ‘দোয়া করবেন যেন ফাইনাল খেলতে পারি। ফাইনালটা খেলতে চাই।’ ইয়াসিন আরাফাতের যে ফর্ম ও ফিটনেস বাংলাদেশ ফাইনালে উঠলে তিনি জায়গা পাবেন নিঃসন্দেহে।
ফাইনালে খেলতে হলে বাংলাদেশকে প্রথমার্ধে পাওয়া ১ গোলের লিড ধরে রাখতে হবে। ইয়াসিনের বিশ্বাস বাংলাদেশ আরেকটি গোল করতে পারবে, ‘বাংলাদেশ ভালো খেলছে। দ্বিতীয়ার্ধে আরো ভালো খেলবে। আমরা আরেকটি গোল পাব ইন শা আল্লাহ।’ ইয়াসিনের এই কথা যেন সত্যি হয় এই মনোবাসনা বাংলাদেশের সকল ক্রীড়াপ্রেমীর।
বাংলাদেশ শক্তিশালী প্রতিপক্ষ স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে প্রথমার্ধ গোলশূন্য ড্র রাখলেও দ্বিতীয়ার্ধে ভেঙে পড়েছিল। দ্বিতীয়ার্ধের ৪৫ মিনিট কোচ অস্কার কিভাবে পার করেন সেটাই দেখার অপেক্ষায় সবাই।
এজেড/এটি