দ্রাবিড়ের মন্ত্রে ইংল্যান্ডের ভারত-বধ চান পিটারসেন

ভারতের মাটিতে খেলবেন আর স্পিন আক্রমণের মুখে পড়বেন না তা কি হয়? তাসমান সাগরপাড়ে পেস আক্রমণে সফলতা পেলেও ঘরের মাটিতে স্পিন দিয়েই আসন্ন ভারত ইংল্যান্ড সিরিজে সফরকারীদের কুপোকাত করতে চাইবেন বিরাট কোহলিরা, মনে করেন সাবেক ইংলিশ ব্যাটসম্যান কেভিন পিটারসেন। আর তাই দলকে সেভাবে প্রস্তুতিটাও সারতে বললেন তিনি।
রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, ওয়াশিংটন মুখোমুখি হতে হবে ইংল্যান্ডকে। লড়াইটা সহজ হবে না, মানছেন পিটারসেন। কঠিন লড়াইয়ের প্রস্তুতি হিসেবে দুই ওপেনার— জ্যাক ক্রলি এবং ডমিনিক সিবলিকে একটা পরামর্শ দিচ্ছেন তিনি। রাহুল দ্রাবিড়ের একটা বিশেষ মন্ত্রে সফল হয়েছিলেন তিনি, সে মন্ত্র মানুক ইংলিশ ওপেনাররাও, এমনটাই চান পিটারসেন।
কী ছিল দ্রাবিড়ের সে মন্ত্র? পিটারসেন নিজে যখন স্পিনের বিরুদ্ধে খাবি খাচ্ছিলেন, তখন শরণাপন্ন হয়েছিলেন দ্রাবিড়ের। ইংলিশ ব্যাটসম্যানকে দুই পৃষ্ঠার একটি মেইল করেছিলেন দ্রাবিড় যাতে নির্দেশনা ছিল কীভাবে স্পিন খেলতে হবে তাকে। ২০১৪ সালে প্রকাশিত নিজের আত্মজীবনীতেও দ্রাবিড়ের ওই মেইলের কথা তুলে এনেছিলেন পিটারসেন।
সেই মেইলের কথা যে এখনো ভোলেননি পিটারসেন তারই প্রমাণ পাওয়া গেল সম্প্রতি এক টুইটে। শনিবার দ্রাবিড়ের সেই দু’পাতার মেইলের ছবি দিয়ে পিটারসেন টুইট করেন, ‘ইংল্যান্ড ক্রিকেট বোর্ড, এই দুটো পাতা ছাপিয়ে তোমরা সিবলি আর ক্রলিকে দিয়ে দিতে পারো। এর পরে ওদের যদি কিছু জানার থাকে, তা হলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারে।’
— Kevin Pietersen (@KP24) January 23, 2021
দ্রাবিড় সে মেইলে পিটারসেনকে পরামর্শ দিয়েছিলেন জোরে বল করা স্পিনারদের খেলা নিয়ে। সে বার্তায় দ্রাবিড় বলেছিলেন, ‘অনিলের বল খেলেছি আমি। সে অভিজ্ঞতা বলছে, যারা একটু জোরের উপর স্পিন করে তাদের খেলতে হলে সামনের পায়ে খেলাই ভাল। কারণ পেছনের পায়ে খেললে ফাঁদে পড়ার সম্ভাবনা থাকে। তবে তার মানে এই নয় যে, আগে থেকেই পা বাড়িয়ে বসবে।’ সঙ্গে ছিল বাতাসে বলটাকে কড়া নজরে রাখারও উপদেশও। বলে নজরদারীটা কঠোর হওয়ার জন্য প্যাড ছাড়াই অনুশীলনে খেলার কৌশলও কেপিকে বাতলে দিয়েছিলেন দ্রাবিড়। ২০১০ বাংলাদেশ সফরে সাকিব আল হাসানের ‘বানি’ বনে যাওয়া পিটারসেন পরে এই টোটকাতেই সফলতা পান। ২০১২ ভারত সফরে ছোটান রানের বন্যা।
শ্রীলঙ্কার মাটিতে স্পিনে সমস্যা হচ্ছে দুই ইংলিশ ওপেনার সিবলি ও ক্রলির। ব্যাপারটা ভারতেও চলতে থাকলে সফলতা পাওয়া কঠিনই হয়ে দাঁড়াবে ওয়ানডেতে বিশ্বচ্যাম্পিয়ন দলটির। তাই নিজ থেকেই এ পরামর্শ ইংল্যান্ড দলকে দিলেন পিটারসেন।
আগামী ৫ ফেব্রুয়ারি চেন্নাইতে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে ইংল্যান্ড। এর আগে আগামী ২৭ জানুয়ারি ইংল্যান্ড দল ভারতে পা রেখে জৈবসুরক্ষা বলয়ে ঢুকে যাবেন।
এনইউ