পর্যবেক্ষণ শেষে সাকিবকে নিয়ে সিদ্বান্ত বিসিবির

নিষেধাজ্ঞা থেকে ফিরে প্রত্যাবর্তনটা ভালোভাবেই রাঙিয়েছেন সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি খেলার সময় কুঁচকিতে টান লাগে তার। পরে মাঠ থেকে উঠে যান টাইগার অলরাউন্ডার। সোমবারের ম্যাচে আর মাঠে নামতে পারবেন না সাকিব। আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। এরপর চোটের ধরণ জানতে কিছু সময় লাগবে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে চট্টগ্রামে খেলতে নেমে বল করার সময় কুঁচকিতে চোট পেয়ে মাঠ ছাড়েন সাকিব। রভম্যান পাওয়েলকে নিজের পঞ্চম ওভারের পঞ্চম বল করার সময় টান লাগে তার। বলটি ছেড়েই ব্যথায় কাতর সাকিব মাটিতে বসে পড়েন। এরপর বেশ কিছুক্ষণ সাকিব মাঠেই সুস্থ হওয়ার চেষ্টা করেন। আসেন ফিজিও জুলিয়ান ক্যালফেতোও। তবে সাকিব ওঠে দাঁড়িয়ে আর বল করার মতো অবস্থায় ফিরে যেতে পারেননি। পরে তাকে মাঠই ছাড়তে হয়।
সাকিবের বর্তমান অবস্থা জানিয়ে ঢাকা পোস্টকে বিসিবির চিকিৎসক মনজুর হোসাইন চৌধুরী বলেন, ‘সাকিব আজ আর মাঠে নামতে পারবে না। তার মূলত কুঁচকিতে টান লেগেছে। এখন যেহেতু ম্যাচ চলছে, আমরা নির্দিষ্ট করে চোটের কথা বলতে পারছি না। আপাতত তাকে পর্যবেক্ষণে রাখা হবে। হোটেলে গিয়ে সিদ্ধান্ত হবে কতক্ষণ পর্যবেক্ষণে রাখা হবে। টেস্টের আগে যেহেতু লম্বা সময় বাকি, আমরা এখনই কিছু বলতে না পারলেও ঝুঁকি দেখছি না।’
সাকিবের ওই ওভারের বাকি থাকা এক বল সম্পূর্ণ করেন সৌম্য সরকার। তৃতীয় ওয়ানডেতে ৪ ওভার পাঁচ বল করে মাত্র ১২ রান দিয়েছিলেন তিনি।
আগের দুই ম্যাচ জিতে এরইমধ্যে সিরিজ জয় নিশ্চিত হয়েছে তামিম ইকবালদের। এই ম্যাচেই ওয়ানডে মিশন শেষ বাংলাদেশের। ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামেই শুরু টেস্ট সিরিজ।
টিআইএস/এমএইচ