ম্যাচ পাতানোয় দোষী আমিরাতের দুই ক্রিকেটার

সংযুক্ত আরব আমিরাতের দুই ক্রিকেটার মোহাম্মদ নাভিদ ও শাইমান আনওয়ার ম্যাচ পাতানোর দায়ে ‘সাময়িকভাবে’ নিষিদ্ধ হয়েছিলেন সেই ২০১৯ সালে। এবার তাদের অভিযোগ প্রমাণিত হয়েছে। চূড়ান্ত শাস্তিও ঘোষণা করা হবে শিগগিরই, জানাচ্ছে আইসিসি।
বছর দেড়েক আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে ম্যাচ গড়াপেটার অভিযোগ আনা হয় নাভিদ, শাইমান ও কাদির আহমেদের বিরুদ্ধে। এর অক্টোবরে সাময়িক নিষিদ্ধ করা হয় তিন জনকে। এবার স্বাধীন দুর্নীতি দমন ট্রাইব্যুনালের শুনানির পর প্রথম দু’জনের অভিযোগ প্রমাণিত হয়েছে। আর তাই নাভিদ ও শাইমান নিষিদ্ধই থাকছেন, ছাড়া পেয়ে গেছেন কাদির।
কাদির আর শাইমানের শাস্তির মেয়াদ এখনো ঘোষণা করা হয়নি। তবে আইসিসি জানিয়েছে, বিষয়টার নিষ্পত্তি করা হবে ‘সময়মতো’। ক্রিকইনফো জানাচ্ছে, বিশ্বকাপ বাছাইপর্বে তিনটি ম্যাচ প্রভাবিত করার ‘কাজ’ ছিল ছিল দু’জনের। যা করার পর তাদের আয় করার সুযোগ ছিল ২ লাখ ৭২ হাজার মার্কিন ডলার সমপরিমাণ অর্থ।
এদিকে নাভিদ শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বেই নয়, ২০১৯ সালের আবুধাবিতে অনুষ্ঠিত টি-টেন লিগেও ম্যাচ গড়াপেটায় জড়িত ছিলেন। তার প্রমাণও মিলেছে শুনানিতে। তাই ধারণা করা হচ্ছে তার ওপরই নেমে আসতে যাচ্ছে বড় শাস্তিটা।
এনইউ/এটি