বিওএ নির্বাচনে ৪৪ মনোনয়ন পত্র বিক্রি

দেশের শীর্ষ ক্রীড়া সংস্থা বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। অন্য দশটি দিনের চেয়ে আজ বিওএর পরিস্থিতি কিছুটা ভিন্ন ছিল। কর্মকর্তারা ছাড়াও ক্রীড়াঙ্গনের আরও অনেকে বিওএ ভবনে এসেছিলেন। আসন্ন নির্বাচনে আজ (সোমবার) ছিল মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন।
বিওএ ভবনের চতুর্থ তলায় নির্বাচন কমিশনের কার্যালয়। সেখানে সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত ৪৪টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। প্রতি মনোনয়নপত্রের মূল্য আড়াই হাজার টাকা। বিওএ কার্যনির্বাহী কমিটির মোট আসন ৩৫টি।
বিওএ’র বর্তমান মহাসচিব সৈয়দ শাহেদ রেজা পুনরায় এই পদে থাকছেন। অন্য পদগুলোতে খানিকটা রদবদল হবে বলে শোনা যাচ্ছে। বিওএ কমিটিতে এবার কয়েকজন নতুন মুখ আসবে। এদের মধ্যে অন্যতম সাবেক জাতীয় ফুটবলার আব্দুল গাফফার। তিনি অবশ্য বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন থেকে কাউন্সিলর হয়েছেন।
আজ মনোনয়নপত্র সংগ্রহের পর সাবেক এই তারকা ফুটবলার বলেন, ‘অলিম্পিক দেশের সবচেয়ে বড় ক্রীড়া সংস্থা। আমি ফুটবলার হলেও পুরো ক্রীড়াঙ্গনে সবার সঙ্গে সম্পৃক্ততা রয়েছে। এজন্য অলিম্পিকে সরাসরি সম্পৃক্ত হতে চাই। সবাই মিলে আলোচনার ভিত্তিতে আমাকে যে পদে দেবে আমি সেখানেই কাজ করতে চাই।’
আজ দুপুরে বিওএ ভবনে মনোনয়নপত্র সংগ্রহের আগে মহাসচিব সৈয়দ শাহেদ রেজার সঙ্গে নির্বাচনে আগ্রহী প্রার্থীরা সৌজন্য সাক্ষাত করেছিলেন। অনেক প্রার্থী মনোনয়ন ফরমে স্বাক্ষর করেছেন। কে কোন পদে থাকবেন সেটা দুই একদিন পর চূড়ান্ত হবে। বিওএ বর্তমান কমিটির সহ-সভাপতি শেখ বশির আহমেদ মামুন বলেন, ‘পুরো বিষয়টি মহাসচিব শাহেদ রেজা ভাই সমন্বয় করছেন।’
৪৪টি মনোনয়নপত্রের মধ্যে ফেন্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি শোয়েব চৌধুরী ব্যক্তিগতভাবে দুইটি মনোনয়নপত্র নিয়েছেন। বাকি মনোনয়নপত্রগুলো বর্তমান কমিটির মহাসচিবের নেতৃত্বে উত্তোলন হয়েছে। গত নির্বাচনে শোয়েব চৌধুরি উপমহাসচিব পদে মনোনয়ন জমা দেয়ার পর উত্তোলন করেছিলেন।
৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার দিন। মনোনয়ন জমার সময় কে কোন পদে আসছেন আর কোন পদে নির্বাচন হবে কি না বিষয়টি স্পষ্ট হবে।
এজেড/এমএইচ/এটি