৮৭ বছর পর থমকে গেল রঞ্জি ট্রফি

ভারতের বিখ্যাত প্রথম শ্রেণির টুর্নামেন্ট রঞ্জি ট্রফি। ভারতের আন্তর্জাতিক ক্রিকেটে সাদা পোশাকের সাফল্যের অন্যতম কারণ হিসেবে দেখা হয় এই টুর্নামেন্টকে। তবে করোনা মহামারির আঘাত লেগেছে এই আসরেও। এর প্রভাবে হবে না চলতি বছরের রঞ্জি ট্রফি।
তবে ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টগুলো আয়োজন করবে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। বিভিন্ন রাজ্য অ্যাসোসিয়েশনের মতামতের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিসিসিআই সেক্রেটারি জয় শাহ।
এক বিবৃতিতে তিনি বলেন, ‘করোনা প্যানডেমিক আমাদের সবার জীবনকেই কোনও না কোনওভাবে প্রভাবিত করেছে। তাও মানুষের সমর্থনের জন্য আমরা আবারও ক্রিকেট শুরু করতে পেরেছি। ঘরোয়া এবং আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই ক্রিকেট শুরু হয়েছে।’
রঞ্জি ট্রফি না হলেও হবে ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট। গত জানুয়ারিতে দেশটিতে শুরু হয় সৈয়দ মুশতাক আলি ট্রফি। টি-টোয়েন্টি এই টুর্নামেন্টের ফাইনাল হবে আগামী রোববার। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটেও ফিরবে ভারত।
এমএইচ/এটি