ইউরোপায় বার্সেলোনা লড়বে নাপোলির বিপক্ষে

২০০৩-০৪ মৌসুমের পর এবারই প্রথম ইউরোপা লিগে খেলতে হচ্ছে বার্সেলোনাকে। এই টুর্নামেন্টের নক আউট পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে সুইজারল্যান্ডের নিয়নে। বার্সেলোনা তাদের প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ইতালির ক্লাব নাপোলিকে।
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ছয় ম্যাচের মাত্র দুটিতেই জয় পায় বার্সেলোনা। এক ম্যাচে ড্র ও বাকি তিন ম্যাচ হেরে গ্রুপে তৃতীয় হয় তারা। তাতে নেমে যেতে হয় ইউরোপা লিগে। ২০০৩-০৪ মৌসুমের পর এবারই প্রথম এই টুর্নামেন্টে খেলতে হচ্ছে তাদের।
ম্যাচটি অবশ্য শেষ ষোলোর ম্যাচ নয়। গত মৌসুম পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগ থেকে যাওয়া দলগুলো ইউরোপাতে শেষ ৩২-এ অংশ নিত। এবার আর ওই পর্ব নেই। ইউরোপায় গ্রুপ সেরাগুলো আগেই শেষ ষোলোতে চলে গেছে।
এখন গ্রুপ রানার্সআপদের সঙ্গে খেলবে চ্যাম্পিয়নস লিগ থেকে আসা আট দলকে। এখানকার বিজয়ী আট দলকে নিয়ে হবে শেষ ষোলো। অর্থাৎ এটা প্লে অফ পর্ব।
কে কার মুখোমুখি
সেভিয়া বনাম দিনামো কিয়েভ
আটলান্টা বনাম অলিম্পিয়াকোস
আরবি লিপজিগ বনাম রিয়াল সোসিয়েদাদ
বার্সেলোনা বনাম নাপোলি
জেনিট বনাম রিয়াল বেটিস
বরুশিয়া ডর্টমুন্ড বনাম রেঞ্জার্স
শেরিফ বনাম ব্রাগা
পোর্তো বনাম লাজিও
এমএইচ/এটি