‘বিদায়’ বলে দিলেন হরভজন সিং

এখন যারা যৌবনে, তাদের ক্রিকেটে দেখার শুরুর দিকের পরিচিত মুখদের একজন হরভজন সিং। ভারতের হয়ে জিতেছেন টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপ। অনেকদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটের আশেপাশে নেই তিনি। সংযুক্ত আরব আমিরাতে হওয়া আইপিএলের গত আসরেও সুযোগ পাননি কোনো ম্যাচে।
শেষ পর্যন্ত সব ধরনের ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন হরভজন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেওয়া এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। জানিয়েছেন, আরও আগেই ক্রিকেটকে বিদায় বলার ইচ্ছে ছিল, কিন্তু কলকাতা নাইট রাইডার্সকে দেওয়া প্রতিশ্রুতির কারণে পারেননি সেটি।
ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘প্রতিটা মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন কঠিন সিদ্ধান্তগুলো নিতে হয় ও সামনে এগিয়ে যেতে হয়। গত কয়েক বছর ধরে এই ঘোষণার ব্যাপারে ভেবেছি। কিন্তু বিষয়টি বলার জন্য সঠিক মুহূর্তের অপেক্ষায় ছিলাম। আজ আমি ক্রিকেটের সব সংস্করণ থেকে অবসর নিচ্ছি।’
তিনি আরও বলেছেন, ‘একজন ক্রিকেটার হিসেবে অনেক দিক থেকে আগেই অবসর নিয়েছি। কিন্তু আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারছিলাম না। বেশ কিছু সময় ধরে আমি আর সক্রিয় ক্রিকেটার নই। কিন্তু কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম এবং (২০২১) আইপিএল মৌসুমে তাদের সঙ্গে থাকতে চেয়েছিলাম। কিন্তু মৌসুম চলাকালে আমি অবসরের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলি।’
২০১৬ সালের মার্চে সর্বশেষ ভারতের হয়ে খেলতে নেমেছিলেন হরভজন। ঢাকায় এশিয়া কাপের ম্যাচটি ছিল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। ১৯৯৮ সালের মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে ভারতের জাতীয় দলের হয়ে অভিষেক হয় হরভজনের।
এরপর দেশের হয়ে ১০৩টি টেস্ট খেলে ৪১৭ উইকেট নিয়েছেন তিনি। এখনও এই ফরম্যাটে ভারতের চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। দেশের হয়ে ২৩৬টি ওয়ানডে ম্যাচ খেলেছেন হরভজন, ওভারপ্রতি ৪.৩১ গড়ে রান দিয়ে নিয়েছেন ২৬৯ উইকেট। ২৮ টি-টোয়েন্টিতে ২৫ উইকেট নিয়েছেন তিনি। দেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৭০৭ উইকেট নিয়েছেন তিনি। ৯৫৩ উইকেট নিয়ে শীর্ষে অনিল কুম্বলে।
এমএইচ