জয়-শান্তর জুটিতে আত্মবিশ্বাস পেয়েছে বাংলাদেশ

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনটা লেখা হলো বাংলাদেশের নামে। টেস্টের বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের পেসারদের রীতিমতো মাটিতে নামিয়ে এনেছেন বাংলাদেশ মাহমুদল হাসান জয় ও নাজমুল হোসেন শান্ত। শান্ত শেষ বিকেলে ৬৪ রানে আউট হলে দ্বিতীয় উইকেটে ভাঙে ১০৪ রানে পার্টনারশিপ। জয় এখনো অপরাজিত আছেন ৭০ রান নিয়ে।
সোমবার দ্বিতীয় দিনের খেলা শেষে এক ভিডিও বার্তায় টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ জানালেন, জয়-শান্তর এই জুটিতেই আত্মবিশ্বাসের রসদ পেয়ে গেছে বাংলাদেশ।
মিরাজ বললেন, ‘আমাদের বোলাররা গতকাল ও আজ ভালো করেছে। ব্যাটসম্যারাও খুব ভালো করছে। দ্বিতীয় উইকেট জুটিতে গুরুত্বপূর্ণ ছিল। বোলারদের মধ্যে শরিফুল টিউন সেট করে দিয়েছে। ৩ উইকেট নিয়েছে। ওর উইকেটগুলো ক্রশিয়াল ছিল। জয় আর শান্তর জুটিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
সঙ্গে যোগ করেন মিরাজ, ‘জয়-শান্ত যে জুটি করেছে আলহামদুলিল্লাহ আমাদের দলের জন্য খুব ভালো হয়েছে। দেখেন বেশ কিছুদিন ধরে আমাদের উপর থেকে কোন জুটি হচ্ছিল না। এই জুটিটা আমাদের আত্মবিশ্বাস দিবে। এখনো আমাদের অনেক কিছু বাকি আছে। আমাদের প্রক্রিয়ার মধ্যে খেলতে হবে।’
ক্যারিয়ারের মাত্র তৃতীয় ম্যাচেই ফফটির স্বাদ পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ক্রিকেটার জয়। টেস্ট মেজাজের ব্যাটিংয়ে পঞ্চাশের কোটা ছুয়েছেন ১৬৫ বলে। তার ব্যাটিংয়ে ধরনা নজর করেছে সবার।
জয়কে প্রশংসা বন্যায় ভাসান মিরাজ, ‘জয় অনেক ভালো ব্যাট করেছে, ইতিবাচক ছিল। ও যে নতুন, এটা ওর ব্যাটিং দেখে মনেই হচ্ছিল না। ও খুব ভাল মানিয়ে নিয়েছে। আমরা জানি জয় খুব ভালো খেলোয়াড়। আন্ডার নাইনটিন চ্যাম্পিয়ন দলের প্লেয়ার। ওখানে ভালো খেলেছে, ঘরোয়াতে ভালো খেলে এসেছে জাতীয় দলে। ওর মাত্রই শুরু, বাংলাদেশকে অনেক কিছু দেয়ার আছে। দলের জন্য ভালো হয়েছে, ওর নিজের ক্যারিয়ারের জন্য ভালো হয়েছে।’
এদিনের শুরুটা হয় বোলারদের হাত ধরেই। আগের দিন ২৫৮ রান দিয়ে নিউজিল্যান্ডে ৫ উইকেট তুলে নেয় সফরকারীরা। দ্বিতীয় দিন সকালে বাজিমাত করেন বোলাররা। শরিফুল ইসলাম, তাসকিন আহমেদরা যেমন নিখুঁত লাইন-লেংথ আর গতির দিতে পরাস্থ করেছেন কিউই ব্যাটসম্যানদের, তেমনি মিরাজ বুঝিয়েছেন ঘূর্ণি বলের মাহাত্ম্য। এতে আগের রানের সঙ্গে আজ মাত্র ৭০ রান যোগ করতেই গুটিয়ে যায় ব্ল্যাকক্যাপরা। থামে ৩২৮ রানে।
মিরাজ বলেন, ‘আমরা যখন প্রথমে শুরু করেছিলাম আমাদের ৫ উইকেট নেওয়া গুরুত্বপূর্ণ ছিল। জুটি খুব ভালো হয়েছে।’
টিআইএস/এটি