বল হাতে ‘উদ্ভট কাণ্ডে’ সর্বনাশ!

ক্রিকেট ইতিহাসে বোলার এসেছেন অসংখ্য। কেউ কেউ ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছেন নিজেদের রেকর্ড দিয়ে। তবে কিছু বোলার আছেন যারা নিজেদের বোলিংয়ের কারণে নয়, বরং বেশি আলোচনায় এসেছেন নিজেদের অদ্ভুত অ্যাকশনের জন্য।
তেমনই একজন শ্রীলঙ্কান স্পিনার কেভিন কোত্থিগোদা। তবে টি-টোয়েন্টি লিগে এবার অদ্ভুত অ্যাকশনে বল করতে গিয়েই মাটিতে পড়ে গিয়ে চোট বাঁধিয়েছেন তিনি। মঙ্গলবার মারাঠা অ্যারাবিয়ান্সের হয়ে কালান্দার্সের বিপক্ষে মাঠে নামেন কোত্থিগাদা।
এই ম্যাচে প্রথম ওভার করতে এসে মাত্র পাঁচ রান দেন কোত্থিগাদা। কিন্তু শেষ বলেই বাঁধিয়ে বসেন ইঞ্জুরি।
অদ্ভুত বোলিং অ্যাকশনে বল ডেলিভারি করার বল করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে পড়ে যান। প্রথম ওভারেই দুইবার বল ছোঁড়ার সময় মাটিতে পড়েন কোত্থিগাদা। তাতেই হাঁটুতে ব্যথা পেয়ে মেডিকেল টিমের সাহায্য নিয়ে মাঠ ছাড়তে এই লঙ্কান ক্রিকেটারকে। কেবল এই ম্যাচের জন্যই নয়, পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে যেতে হয়েছে তাকে।
— Ishrath Imtiaz (@IshrathImtiaz) February 3, 2021
এমএইচ/এটি