ব্রাজিল-বাংলাদেশের সেতুবন্ধনের উদ্যোগ ক্রীড়ামন্ত্রীর

ভৌগলিক দূরত্বে ব্রাজিল সুদূর হলেও ফুটবলপ্রেমী বাংলাদেশিদের কাছে ব্রাজিল অতি আপন এক দেশের নাম। ব্রাজিলিয়ানরা বাংলাদেশের ফুটবলপ্রেম নিয়ে বেশ বিস্মিত হয়েছেন। এত দিন ছিল দুই দেশের শুধু নিছক ভালোলাগা। গত কয়েক বছর যাবৎ ক্রীড়াক্ষেত্রে দুই দেশের পারস্পরিক সম্পর্ক তৈরি হয়েছে।
ফুটবলের দেশ ব্রাজিলে বাংলাদেশের ৪ তরুণ ফুটবলার প্রশিক্ষণ নিয়েছিল। সামনে আরো ১১ জনের ব্রাজিলে প্রশিক্ষণ নেওয়ার কথা। শুধু ফুটবলই নয় অন্যান্য খেলাতেও ব্রাজিলের সঙ্গে বাংলাদেশের ক্রীড়া সম্পর্ক জোরদার করার ব্যাপারে আজ সোমবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি তার দপ্তরে ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুন্নেসাকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে ব্রাজিল ও বাংলাদেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ চমৎকার সম্পর্ক বিরাজ করছে। ফুটবলসহ অন্যান্য খেলার উন্নয়নে ব্রাজিল ও বাংলাদেশ একযোগে কাজ করছে। আমাদের চারজন তরুণ উদীয়মান খেলোয়াড় ইতিমধ্যে ব্রাজিল থেকে উন্নত প্রশিক্ষণ গ্রহন করেছে। এ বছর আরও ১১ জন প্রতিভাবান ফুটবলারকে উন্নত প্রশিক্ষনের জন্য ব্রাজিলে প্রেরণ করা হবে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে ব্রাজিলের সাথে ক্রীড়া বিষয়ক সমঝোতা স্মারক সাক্ষরের উদ্যোগ গ্রহণ করতে নির্দেশনা প্রদান করেন। তিনি দুই দেশের মধ্যে অভিজ্ঞ কোচ ও টেকনিক্যাল পারসোনেলদের আদান প্রদান ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করার আহবান জানান।
ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুন্নেসা যুব ও ক্রীড়ার উন্নয়নে এমওইউসহ ব্রাজিলের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে কাজ করবেন বলে প্রতিমন্ত্রীকে আশ্বস্ত করেন।
এজেড/এমএইচ