গণদাবিতে রিয়াল ছাড়ব না: জিদান

রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে কম অর্জন নেই কোচ জিনেদিন জিদানের। দুটো লিগ আর তিনটে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতিয়েছেন দুই মেয়াদে। অথচ সেই জিদানই চলতি মৌসুমে দলের বাজে পারফর্ম্যান্সের কারণে সমালোচিত হচ্ছেন দেদারসে! এ সমালোচনায় শুরুতে কান না দিলেও এখন মেজাজ হারাচ্ছেন ফরাসি এই কোচ। তবে এরপরও জানালেন, গণদাবি উঠলেও রিয়ালের কোচিং ছাড়ছেন না তিনি।
গেল মৌসুমেও দলকে চোখ রাঙানি দিচ্ছিল ব্যর্থতা। করোনাকালে যখন লিগ স্থগিত হয় অনির্দিষ্টকালের জন্য, বার্সা থেকে পিছিয়ে ছিল রিয়াল। সেই রিয়ালই পরে টানা দশ ম্যাচ জিতে পুনরুদ্ধার করে লিগ শিরোপা।
চলতি মৌসুমের বাস্তবতা গেল মৌসুম থেকেও কঠিন রিয়ালের সামনে। অ্যাটলেটিকো থেকে এক ম্যাচ বেশি খেলে ১০ পয়েন্টে পিছিয়ে দল। তবে লিগের ১৮-১৯ ম্যাচ এখনো বাকি, তাই হাল ছাড়ছেন না জিদান, অনুপ্রেরণা নিচ্ছেন গেল মৌসুম থেকে।
তবে জিদানের সমালোচনা কেবল লিগের পারফর্ম্যান্স নিয়ে নয়, লিগে এর আগেও বাজেভাবে পিছিয়ে পড়ে মৌসুম শেষ করেছে রিয়াল। তবে দলটি সে ক্ষতি পুষিয়ে নিয়েছিল চ্যাম্পিয়ন্স লিগ দিয়ে। এ মৌসুমে যে সেসব নিয়েও জেগেছে শঙ্কা! গ্রুপ পর্বে বিদায়ের মুখেই পড়ে গিয়েছিল দল।
ঘরোয়া শিরোপায় তো আরও নাজেহাল দলটি! সুপারকোপা দে এস্পানার সেমিফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে হেরে বাদ পড়েছিল, আর কোপা দেল রেতে বিদায় নিয়েছিল পুঁচকে আলকয়ানোর কাছে হেরে। এর সঙ্গে যোগ হয়েছে সম্প্রতি লিগের বাজে পারফর্ম্যান্স। সব মিলিয়ে জিদানের সমালোচনায় মুখর স্প্যানিশ সংবাদ মাধ্যম, দলের ভক্তরাও আছেন এ তালিকায়। তাতেই কোচ জিদান এবার মেজাজ হারালেন।
গণমাধ্যমের কাছে এমন সমালোচনা আশা করিনি আমি। গেল মৌসুমেই লিগ জিতেছি, কিছুটা সম্মান তো আমাদের প্রাপ্য! সর্বশেষ লিগ জেতার নজিরটা গত মৌসুমের, দশ বছর আগের নয়! লিগ শিরোপা ধরে রাখার লড়াইয়ে এখনো আছি আমরা। অন্তত আমাদের কাজটা করতে দিন? লড়তে দিন আমাদের? পরিবর্তন জরুরী, কিন্তু সেটা পরের মৌসুমের জন্য তোলা থাক। অন্তত আমাদের এই স্কোয়াডকে মৌসুমটা শেষ করতে দিন।
জিনেদিন জিদান, কোচ, রিয়াল মাদ্রিদ
জিদানের কোচিং নিয়ে চাপা ক্ষোভ আছে রিয়াল সমর্থকদের মধ্যেও। সে প্রসঙ্গেও মুখ খুললেন জিদান। বললেন, ‘এ অস্বস্তিকর পরিস্থিতি নিয়ে অনেক কথা হচ্ছে। নিজেদের সেরা ছন্দে নেই আমরা, তবে অবস্থাটা আমরা পরিবর্তন করতে চাই। আমি জানি না এক্ষেত্রে আমি ভাগ্যবান হব কিনা। তবে যদি সাধারণ লোকজন চায় আমি চলে যাই, তাহলে তাদের চাওয়া পূরণ হবে না। গণদাবীর মুখে পদত্যাগ করব না আমি।’
এনইউ/এটি