আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ, সোহানের জরিমানা

মাঠে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় জরিমানা করা হয়েছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল ফরচুন বরিশালের উইকেটরক্ষক নুরুল হাসান সোহানকে।
আজ (বুধবার) বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, সোহান কোড অব কন্ডাক্টের ২.৪ নম্বর ধারা ভঙ্গ করেছেন। তবে সোহান তার বিরুদ্ধে আসা অভিযোগ নিয়ে আপত্তি না জানানোয় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা ও একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে সোহানকে।
গত ৮ ফেব্রুয়ারি সিলেটে মুখোমুখি হয় রবি বোপারার সিলেট সানরাইজার্স ও সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। এ ম্যাচে আগে ব্যাট করে বরিশাল সংগ্রহ করে ১৯৯ রান। এরপর সিলেটের ইনিংস চলাকালে আম্পায়ারের নেওয়া এক সিদ্ধান্তে রুদ্রমূর্তি ধারণ করেন সোহান।
অধিনায়কের সাকিবের করা বল খেলতে গিয়ে পরাস্থ হন বোপারা। সুযোগ পেয়ে স্টাম্প ভেঙে দেন সোহান। আম্পায়ার সাড়া না দিলে সোহান বিরক্তি ও ক্ষোভ প্রকাশ করে আম্পায়ারকে তৃতীয় আম্পায়ারের কাছে রিভিউয়ের জন্য ইশারা করেন।
মাঠের দায়িত্বরত দুই আম্পায়ার মনিরুজ্জামান আর তানভীর আহমেদের বিষয়টি ভালোভাবে লাগেনি। ম্যাচ শেষে সোহানের বিরুদ্ধে অভিযোগ আনলে ম্যাচ রেফারি রকিবুল হাসান সোহানকে ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করেছেন। সেই সাথে একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে।
টিআইএস/এমএইচ