জাতীয় জুনিয়র দাবায় চ্যাম্পিয়ন সুব্রত ও ওয়ালিজা

ওয়ালটন জাতীয় জুনিয়র (অনুর্ধ্ব-২০) দাবা চ্যাম্পিয়নশিপের ওপেন বিভাগে বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। ফিদে মাস্টার সুব্রত ৯ খেলায় আট পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন। সাড়ে সাত পয়েন্ট করে অর্জন করেন ২ দাবাড়ু। টাই-ব্রেকিং পদ্ধতিতে বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম রানার-আপ এবং কক্সবাজারের মোহাম্মদ সাগর উল্লাহ তৃতীয় স্থান লাভ করেন।
সাড়ে ছয় পয়েন্ট করে নিয়ে বাংলাদেশ পুলিশের ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড় চতুর্থ, বাংলাদেশ আনসারের স্বর্নাভো চৌধুরী পঞ্চম, চট্টগ্রামের দিব্য দাস গুপ্তা ষষ্ঠ ও তাহমিদুল হক সপ্তম স্থান লাভ করেন।
বালিকা বিভাগে বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা সাড়ে পয়েন্ট পেয়ে বালিকা বিভাগের শিরোপা জয় করেন। চট্টগ্রামের তাসফিয়া তাহসিন প্রিমা ৭ পয়েন্ট পেয়ে রানার-আপ হন। সাড়ে ছয় পয়েন্ট নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর কাজী জারিন তাসনিম তৃতীয় স্থান পেয়েছেন। ছয় পয়েন্ট করে নিয়ে বাংলাদেশ পুলিশের মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস চতুর্থ, তাসিনিয়া তারান্নুম অর্পা পঞ্চম, চট্টগ্রামের ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা ষষ্ঠ স্থান লাভ করেন।
আজ বুধবার শেষ রাউন্ডের খেলায় ফিদে মাস্টার সুব্রত, মহিলা ফিদে মাস্টার নোশিনের সাথে, স্বর্নাভো দিব্য দাসের সাথে, ক্যান্ডিডেট মাস্টার নীড় মাহাথিরের সাথে ও সায়র জাস্টিনের সাথে ড্র করেন। বালিকা বিভাগে শেষ রাউন্ডের খেলায় মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা অর্পার সাথে, দিবা ওয়াদিফার সাথে ও জান্নাতুল ফেরদৌসী সপ্তর্ষি রহমানের সাথে ড্র করেন। আগামীকাল বৃহস্পতিবার সকালে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে ওয়ালটন গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক এফ. এম. ইকবাল বিন আনোয়ার ডন প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করবেন।
এজেড/এনইউ