সিরিজ জয়ে টাইগারদের ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৪৩ পিএম


সিরিজ জয়ে টাইগারদের ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

এক ম্যাচ হাতে রেখেই আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল। এমন অর্জনের পর টাইগারদের প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। 

আজ এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তিনি। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘অসাধারণ নৈপুণ্যে সিরিজ জিতেছে টাইগাররা। এই বিজয় বাংলাদেশ ক্রিকেট দলকে আরো শক্তিশালী করবে।’ 

তিনি আশা প্রকাশ করে বলেন, সফরকারীদের বিপক্ষে বাকি ম্যাচেও বিজয়ের এই ধারা অব্যাহত থাকবে। সিরিজের তৃতীয় ওয়ানডেতে আগামী ২৮ ফেব্রুয়ারি আফগানদের মুখোমুখি হবে তামিম ইকবালের দল।

এজেড/এনইউ

Link copied