ক্রিকেটারদের আনন্দময় ঈদ বার্তা

Dhaka Post Desk

স্পোর্টস ডেস্ক

০৩ মে ২০২২, ০৩:২১ পিএম


ক্রিকেটারদের আনন্দময় ঈদ বার্তা

দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর ঈদ উদযাপন করছেন ইসলাম ধর্মাবলম্বীরা। বাংলাদেশের ক্রিকেটাররা কেউ দেশে পরিবারের সঙ্গে ঈদ কাটাচ্ছেন তো কেউ আবার দূর পরবাসে কিছুটা অপূর্ণতা নিয়েই ঈদ উদযাপন করছেন।

পেসার মুস্তাফিজুর রহমান এখন আইপিএলে অংশ নিতে ভারতে অবস্থান করছেন। সেখানে মুম্বাইয়ের হোটেল কক্ষে জৈব বলয়ের ভেতরে পরিবার-পরিজন থেকে দূরেই ঈদ কাটছে তার। অলরাউন্ডার নাসির হোসেন আবার ঈদ উদযাপন করতে সপরিবারে ছুটে গেছেন যুক্তরাষ্ট্রে। সেখান থেকে সদ্যোজাত শিশুপুত্রের ছবি পোস্ট করে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

ক্রিকেটারদের মাঝে সবার আগে সাকিব আল হাসানই ঈদ শুভেচ্ছা জানিয়েছেন। সোমবারই নিজের ফেসবুক পেজ থেকে সব ব্যর্থতা পিছু ঠেলে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি লেখেন, ‘এই ঈদ বয়ে আনুক আমাদের সকলের হৃদয়ে খুশি ও সহমর্মিতার অনুভূতি। সকল ব্যর্থতা ভুলে চলুন এই ঈদে সকলে এগিয়ে যাই সম্ভাবনাময় ভবিষ্যতের দিকে। পবিত্র ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মুবারক!’

দক্ষিণ আফ্রিকা সিরিজে দারুণ পারফর্ম করা পেসার তাসকিন আহমেদ তার বন্ধু ও পরিবারের সঙ্গে ছবি পোস্ট করে ফেসবুক পেজে লিখেছেন, ‘ঈদ মোবারক সবাইকে। আমাদের জন্য দোয়া করবেন।’

ঈদের ছুটি কাটাতে এখন নিজের গ্রামে অবস্থান করছে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। চোটের জন্য শ্রীলংকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ থেকে ছিটকে যাওয়া মিরাজ ছেলের সঙ্গে ছবি পোস্ট করে স্পিন অলরাউন্ডার লিখেছেন, ‘আল্লাহ আমাদের পক্ষ থেকে এবং আপনার পক্ষ থেকে কবুল করুন। সবাইকে ঈদ মোবারক।’

ঢাকা প্রিমিয়ার লিগে এক মৌসুমে রানের রেকর্ড গড়া এনামুল হক বিজয় নিজের মেয়ের সঙ্গে ছবি দিয়ে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন, ‘ঈদ মোবারক সবাইকে।’

দেশসেরা তামিম ইকবাল এক ভিডিও পোস্টে শুভেচ্ছা জানান, ‘সকল ভেদাভেদ ভুলে ঈদের আনন্দ ছড়িয়ে যাক সবার মাঝে। ঈদ হোক সবার জন্য আনন্দময় আর ঈদ কাটুক সুস্থতায় এই শুভ কামনায়- ঈদ মোবারক।’

এইচএমএ/এটি

Link copied