আজকের সর্বশেষ
- মিয়ানমারে বিক্ষোভে স্বয়ংক্রিয় অস্ত্র থেকে গুলি, প্রাণ গেল ১৮ জনের
- ৪২ বাঘ হত্যা করা বন্দুক দেখলেন বিজিবি মহাপরিচালক
- পাপুলের আসনে বিএনপির মনোনয়নে এগিয়ে আবুল খায়ের
- মেয়রের গাড়িতে বাসের ধাক্কা, স্ত্রী-ছেলেসহ নিহত ৩
- হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা বদলে যাবজ্জীবন
- বিদ্যুতের খুঁটি নিয়ে আতঙ্কে গ্রামবাসী
- নির্মাণাধীন ভবন থেকে পড়ে নারী শ্রমিকের মৃত্যু
- বাংলাদেশে মোদির আগমন ঠেকানোর ঘোষণা বাম ছাত্র সংগঠনের
- সেপটিক ট্যাঙ্কে ছেলে, উদ্ধারে নেমে উঠলেন না মাসহ নিরাপত্তাকর্মী
- টিকা দেওয়ার ক্ষেত্রে অষ্ট্রেলিয়ার থেকেও এগিয়ে বাংলাদেশ
- আ.লীগ সরকারের উন্নয়ন দেখে দল বদলের সিদ্ধান্ত নিয়েছি
উইন্ডিজের হয়ে খেলতে পিএসএল ছাড়লেন গেইল
২৩ ফেব্রুয়ারি ২০২১, ১২:১৬

ক্রিস গেইল
ক্রিকেটাকে বেশ উপভোগ করেন ক্রিস গেইল। বয়স ৪২ ছুঁলেও সেটিকে কেবল সংখ্যা বানিয়ে রেখেছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দানব। এখনো বিদায় বললেননি খেলাটাকে, বাইশ গজে চলছে দাপট। উইন্ডিজের হয়ে সবশেষ ২০১৯ সালে আন্তর্জাতিক ম্যাচে মাঠে নেমেছেন গেইল। আবারও ডাক পাচ্ছেন তিনি। এজন্য চলমান পাকিস্তান সুপার লিগ (পিএসএল) রেখে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ফিরে যাচ্ছেন তিনি।
পিএসএলে এবার কোয়েটা গ্ল্যাডিয়েটরসের হয়ে খেলছেন গেইল। প্রিয় ওপেনিং পজিশনে ব্যাটিং করতে না পারলেও ব্যাট হাতে ভালোই ছন্দে আছেন তিনি। দলটির হয়ে খেলা নিজের দুই ম্যাচের প্রথমটিতে ২৪ বলে ৩৯ রান ও দ্বিতীয়টিতে ৪০ বলে ৬৮ রানের ইনিংস উপহার দেন টি-টোয়েন্টির ফেরিওয়ালা খ্যাত গেইল। সোমবার মাঠে নেমেছিলেন লাহোর কালান্দারসের বিপক্ষে।
সেই ম্যাচ শেষে গেইল নিজেই জানান, আপাতত পিএসএল ছাড়তে হচ্ছে তাকে। তবে টুর্নামেন্টটির দ্বিতীয় পর্বে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে গেইলের। মূলত ক্যারিবীয় দ্বীপপুঞ্জে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে উইন্ডিজ। ম্যাচ তিনিটি হবে যথাক্রমে আগামী ৪, ৬ ও ৮ মার্চ। এই সিরিজের জন্য গেইলকে স্কোয়াডে রাখবে উইন্ডিজ ক্রিকেট বোর্ড। এজন্যই পিএসএল ছাড়লেন তিনি।
এ প্রসঙ্গে গেইল বলেন, ‘পিএসএল ছেড়ে যাওয়াটা দুঃখজনক। আমি পুরো মৌসুমটা খেলতে চেয়েছিলাম। আমার ইচ্ছা ছিল পিএসএলে ব্যাট হাতে আধিপত্য দেখানো এবং সমর্থকদের জন্য আনন্দের উপলক্ষ এনে দেওয়া। তবে আমি লাহোরে টুর্নামেন্টের দ্বিতীয় পর্বে যোগ দেওয়ার ব্যাপারে আশাবাদী।’
টিআইএস/এটি
খেলা এর সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়

মোটরসাইকেল বিষয়ে পুলিশ সদস্যদের ওপর নতুন নিষেধাজ্ঞা

ফেসবুক ভেরিফায়েড করবেন যেভাবে

দুবাইয়েও আছে শ্রমের বাজার, বিক্রি হন বাংলাদেশিরা

রিট খারিজ, ৪৮ হাজার শিক্ষককে যেতে হবে প্রশাসনিক ট্রাইব্যুনালে

ফেসবুকে বিক্রি হচ্ছে অ্যামাজন বন!

ফিঙ্গারপ্রিন্ট শুরু, আগামী সপ্তাহেই ড্রাইভিং লাইসেন্স বিতরণ
