অধিনায়ক সোহান গর্বিত হলেও রোমাঞ্চিত নন

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

২৪ জুলাই ২০২২, ১২:৫৬ পিএম


অধিনায়ক সোহান গর্বিত হলেও রোমাঞ্চিত নন

এ যেন মেঘ না চাইতেই বৃষ্টি! নুরুল হাসান সোহান নিজেও যে বিস্মিত হয়েছেন। আসন্ন জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন তিনি। মাত্র একটি সিরিজের জন্য নেতৃত্ব পেলেও কাঁধে অনেক দায়িত্ব সোহানের। কারণ এই ফরম্যাটে একেবারেই ভালো করছে না দল। সেজন্যই তো তাকে এই দায়িত্বে বসানো হয়েছে।

অধিনায়কত্ব পেয়ে আজ রোববার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া কক্ষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেন সোহান। সেখানে তিনি জানালেন, অধিনায়কের দায়িত্ব তাকে গর্বিত করলেও এটা নিয়ে মোটেও রোমাঞ্চিত নন তিনি।

সোহান বলেন, ‘এটা নিয়ে বেশি চিন্তা করারও কিছু নাই। আমি নরমাল থাকারই চেষ্টা করছি। অবশ্যই এটা গর্বের ব্যাপার তবে রোমাঞ্চের কিছু নাই। এটা অবশ্যই বড় চ্যালেঞ্জ আবার জন্য, যেটা আমি উপভোগ করতে চাই।’

মাত্র ৩ ম্যাচের জন্য নেতৃত্ব পেলেও সোহান জানেন তার ওপর চাপ কতটা। দলীয় প্রচেষ্টায় সেই চাপকে জয় করতে চান তিনি।

সোহানের ব্যাখ্যা, ‘এটা অবশ্যই গর্বের একটা ব্যাপার। সামনে যে চ্যালেঞ্জ আছে এটা নিয়ে চিন্তাভাবনা করছি। খুব বেশি রোমাঞ্চিত হওয়ার সুযোগ নেই। দল হিসেবে এবং নিজের সেরাটা দেওয়াই মূল লক্ষ্য।’

সঙ্গে যোগ করেন সোহান, ‘ঘরোয়া ক্রিকেটে আমি যখন অধিনায়কত্ব করেছি, সবসময় একটা চিন্তাই থাকে- দল হিসেবে যেন খেলতে পারি। জিম্বাবুয়েতেও যেন দল হিসেবে খেলতে পারি। দলের পরিবেশও আমার কাছে গুরুত্বপূর্ণ। সবাই তো পারফর্ম করবে না। দলের সদস্যরা যেন একজনের সাফল্য অন্যরা উপভোগ করি। এই সংস্কৃতি এবং দল হিসেবে খেলা গুরুত্বপূর্ণ।’

টিআইএস/এনইউ/এটি

Link copied