ওমরাহ করতে সৌদি আরবে তাসকিন

Dhaka Post Desk

ক্রীড়া প্রতিবেদক

১৮ সেপ্টেম্বর ২০২২, ০৫:০২ পিএম


ওমরাহ করতে সৌদি আরবে তাসকিন

ধর্মপ্রাণ মুসলিমরা নিজেদের ঈমান আমলকে পরিশুদ্ধ করতে পবিত্র হজ পালন করে থাকেন। সেই ধারাবাহিকতায় থাকেন জাতীয় দলের ক্রিকেটাররাও। এবার পবিত্র ওমরাহ হজ পালন করতে দেখা গেল ক্রিকেটার তাসকিন আহমেদকে। গতকাল শনিবার রাতে ওমরাহ পালন করতে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিলেন এ পেসার। আজ রোববার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে ছবিসহ একটি লেখা পোস্ট করেন তাসকিন।

সেখানে ক্যাপশনে তাসকিন লেখেন, ‘পৃথিবীর সকল মুসলিম ভাই-বোন কে আল্লাহ তা'আলা তাঁর পবিত্র মক্কা-মদিনায় বারবার হাজির হয়ে ঈমান আমলকে পরিশুদ্ধ করার তাওফিক দান করুন। আমিন!!’

জানা গেছে আগামী ২১ সেপ্টেম্বর পবিত্র হজ পালন শেষে ঢাকায় ফিরবেন তারকা ক্রিকেটার তাসকিন আহমেদ। এরপর ২২ তারিখ দুবাইয়ের বিমান ধরবেন জাতীয় দলের সঙ্গে। দুবাই পৌঁছে ২৫ এবং ২৭ তারিখ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

তারপর ২৮ সেপ্টেম্বর দেশে ফিরবে টাইগাররা। ১ অক্টোবর নিউজিল্যান্ডের বিমান ধরবে বাংলাদেশ। সেখানে ৭ অক্টোবর থেকে ত্রিদেশীয় সিরিজে অংশগ্রহণ করবে সাকিবের দল। সেই সিরিজ শেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়া যাবেন সাকিব আল হাসানরা। সেই দলে আছেন তাসকিন আহমেদও!

এসএইচ/এটি

Link copied