টসে জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠাল বরিশাল

Dhaka Post Desk

ক্রীড়া প্রতিবেদক

১০ জানুয়ারি ২০২৩, ০১:৩৭ পিএম


টসে জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠাল বরিশাল

মঙ্গলবার বিপিএলের দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্স। ইতোমধ্যে টস অনুষ্ঠিত হয়ে গিয়েছে। সেখানে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত গ্রহণ করেছে বরিশাল। 

এক ম্যাচ পরই এদিন বরিশালের অধিনায়ক হিসেবে ফিরেছেন সাকিব আল হাসান। চলতি বিপিএলে এখন পর্যন্ত এক ম্যাচ মাঠে নেমেছে বরিশাল। যেখানে প্রথম ম্যাচেই সিলেটের কাছে ৬ উইকেটের পরাজয় বরণ করে দলটি। 

সেই ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে দলটির অধিনায়কত্ব করতে দেখা গিয়েছিল মেহেদী হাসান মিরাজকে। এবার তার জায়গায় অধিনায়কত্ব করবেন সাকিব, থাকবেন বিপিএলের শেষ পর্যন্ত। আজ এক বিবৃতিতে বিষয়টি জানিয়ে দিয়েছে বরিশাল।

ফরচুন বরিশাল একাদশ:
সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, চাতুরাঙ্গা ডি সিলভা, ইফতিখার আহমেদ, করিম জানাত, ইব্রাহিম জাদরান, এনামুল হক বিজয়, খালেদ আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, এবাদত হোসেন।

রংপুর রাইডার্স একাদশ:
নুরুল হাসান সোহান (অধিনায়ক), নাইম শেখ, শেখ মেহেদী হাসান, রবিউল হক, হাসান মাহমুদ, বেনি হাওয়েল, সিকান্দার রাজা, শোয়েব মালিক, হাসমতইল্লাহ ওমরজাই, রাকিবুল হাসান, রনি তালুকদার।

এসএইচ

Link copied