দুপুরে গিয়ে রাতেই পিএসএলে খেলতে নামলেন সাকিব

ফাইল ছবি
কদিন আগে পাকিস্তান থেকে বাংলাদেশে পৌঁছেই বিপিএলে কুমিল্লা হয়ে খেলতে নেমে পড়েছিলেন পাক উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। এবার টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানও পিএসএল খেলতে দুপুরে সেখানে গিয়ে রাতেই বাবর আজমের পেশোয়ারের হয়ে নেমে পড়লেন মাঠে।
এলিমিনেটরে হেরে বিপিএল থেকে বিদায় নিয়েছে সাকিবের ফরচুন বরিশাল। যে কারণে কিছুটা অবসর মিলেছে টাইগার অলরাউন্ডারেরও। আর তাই এই ফাঁকা সময়ে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে পেশোয়ার জালমিতে যোগ দিয়েছেন তিনি। মঙ্গলবার দুপুরে তিনি দলের সঙ্গে যোগ দেন।
মূলত মার্চের শুরুতে ইংল্যান্ডের সঙ্গে সিরিজের আগে পিএসএলে পাঁচ ম্যাচ খেলতে সাকিবের সঙ্গে পেশোয়ারের চুক্তি হয়েছে। সেই অনুযায়ীই আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত সাকিবকে খেলার অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপরই দেশে ফিরে দলের সঙ্গে যোগ দেবেন তারকা এই অলরাউন্ডার।
পিএসএলের আসরের দ্বিতীয় দিনে মঙ্গলবার করাচি কিংসের বিপক্ষে ব্যাট করছে সাকিবের দল পেশোয়ার জালমি। আগেই জানা গিয়েছিল, প্রথম ম্যাচ থেকেই পাওয়া যাবে বাংলাদেশি অলরাউন্ডারকে। হলোও তাই। প্রথম ম্যাচেই সাকিবকে দলে রেখে একাদশ ঘোষণা করেছে বাবরের দল।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৫ দশমিক ৪ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৫৪ রান সংগ্রহ করেছে পেশোয়ার। এখনো ব্যাটিংয়ে নামেননি সাকিব।
এফআই