বাংলাদেশের ১৪০তম ওডিআই ক্রিকেটার হৃদয়

Dhaka Post Desk

স্পোর্টস ডেস্ক

১৮ মার্চ ২০২৩, ০৩:০৩ পিএম


বাংলাদেশের ১৪০তম ওডিআই ক্রিকেটার হৃদয়

সর্বশেষ বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে অভিষেক হয়েছিল তৌহিদ হৃদয়ের। এবার তিনি আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে একাদশেও জায়গা পেয়েছেন। বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে জার্সিতে হৃদয় ১৪০তম ক্রিকেটার। এই সংস্করণে গত বছরের আগস্টে সর্বশেষ ইবাদত হোসেনের অভিষেক হয়েছিল।

আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে নামার আগে তাকে অভিষেক ক্যাপ পরিয়ে দিয়েছেন মুশফিকুর রহিম। এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অ্যান্ড্রু বালবার্নি। ব্যাট করতে নেমে স্বাগতিক অধিনায়ক তামিম ইকবাল মাত্র ৩ রান করে ফিরেছেন।

dhakapos
হৃদয়কে ক্যাপ পরিয়ে দেন অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার মুশফিক 

অভিষিক্ত হৃদয় সদ্য সমাপ্ত বিপিএলে সিলেট স্টাইকার্সের হয়ে খেলেছিলেন। সেখানে তিনি ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তৃতীয়। ১৩ ম্যাচের ১২ ইনিংসে ব্যাট করে ৩৬ দশমিক ৬৩ গড়ে ৪০৩ রান করেছেন তৌহিদ হৃদয়। ফরম্যাটের সঙ্গে মিল রেখে তার স্ট্রাইকরেটও (১৪০ দশমিক ৪১) ছিল বেশ ইতিবাচক।

এর আগে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের হয়ে ২০২০ বিশ্বকাপ জয়ের একাদশে ছিলেন হৃদয়। এরপরই তিনি জাতীয় দলের এইচপি দলের হয়ে খেলার সুযোগ পান।

এএইচএস

টাইমলাইন

Link copied