সাকিবের ‘ক্যান্সার ফাউন্ডেশন’ উদ্বোধনে পাপন

Dhaka Post Desk

ক্রীড়া প্রতিবেদক

২৪ মার্চ ২০২৩, ০৫:৪০ পিএম


সাকিবের ‘ক্যান্সার ফাউন্ডেশন’ উদ্বোধনে পাপন

ছবি: সংগৃহীত

মাঠের ক্রিকেটে সাকিব আল হাসানের পারফর্ম সবসময় উচ্চগামী। মাঠের বাইরেও সাকিব দুর্দান্ত এবং অপ্রতিরোধ্য। এবার মাঠের বাইরেও মানুষের পাশে দাঁড়াতে দেখা গেল বিশ্বসেরা এই অলরাউন্ডারকে। ২০২০ সালে বিশ্বব্যাপী হানা দেয় করোনা মহামারী। ঠিক সেই সময় নিজের নামে 'সাকিব আল হাসান ফাউন্ডেশন' খুলে দাঁড়িয়েছিলেন মানুষের পাশে। এবার আরও বড় এক উদ্যোগ নিলেন সাকিব। 

বিশ্বজুড়ে ক্যান্সার আক্রান্ত মানুষের সংখ্যা ব্যাপক। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। এই রোগের চিকিৎসা করতে খরচ হয় লাখ-লাখ কিংবা কোটি টাকাও। সে সব চিন্তা করেই সাকিব আল হাসান প্রতিষ্ঠা করলেন নিজের নামে ক্যান্সার ফাউন্ডেশন। 

শুক্রবার (২৪ মার্চ) বিকেলে রাজধানীর পাঁচ তারকা এক হোটেলে এই ফাউন্ডেশনের উদ্বোধন হয়। এ সময় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, ক্রিকেটার নাইম ইসলাম, সোহরাওয়ার্দী শুভ, কোচ নাজমুল আবেদীন ফাহিম এবং সারোয়ার ইমরান উপস্থিত ছিলেন। 

আজ সাকিবের ৩৬তম জন্মদিন। আর নিজের জন্মদিনকেই এমন মহৎ কাজের শুরুর জন্য বেছে নিলেন এই অলরাউন্ডার।  

এসএইচ/এইচজেএস 

Link copied