আইপিএল বড় টুর্নামেন্ট হলেও দেশের খেলা আগে : হাথুরু

Dhaka Post Desk

ক্রীড়া প্রতিবেদক

২৬ মার্চ ২০২৩, ১২:০২ পিএম


আইপিএল বড় টুর্নামেন্ট হলেও দেশের খেলা আগে : হাথুরু

সাকিব আল হাসান, লিটন দাস ও মুস্তাফিজুর রহমানের আইপিএল খেলা নিয়ে কম জল ঘোলা হয়নি। এমনকি এ নিয়ে বিরক্ত ভারতীয় ক্রিকেট বোর্ডও। সাকিবরাও শুরু থেকেই ওই টুর্নামেন্টে অংশ নিতে চেয়েছেন। তবে বিসিবি চায় তারা দেশের খেলা শেষ করে আইপিএলে যাক। এতদিন এই বিষয়ে চুপ থাকলেও, এবার নিজের অবস্থান জানালেন টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে আজ (২৬ মার্চ) সংবাদ সম্মেলনে আসেন হাথুরু। সেখানে সাকিব-লিটনদের আইপিএল খেলায় তার ভূমিকা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার মনে হয় মুস্তাফিজও আছে? তাই না?’

এরপরই সাকিবদের আইপিএল খেলা নিয়ে বোর্ডের সঙ্গে সুর মিলিয়ে তিনি বলেন, ‘আমার মনে হয় বোর্ডের সিদ্ধান্ত হচ্ছে, আগে তুমি তোমার দেশের জন্য খেলো। এটা তাদের নিলামে নাম দেওয়া বা এনওসি চাওয়ার আগেই জানানো হয়েছে। সেটি এখনও একইরকম আছে।’ 

আরও পড়ুন : আইপিএল নিলামে নিষেধাজ্ঞা পেতে যাচ্ছেন সাকিবরা!

আইপিএল খেললে কি ক্রিকেটাররা উপকৃত হতেন? এমন প্রশ্নে হাথুরু বলছেন, ‘সেখানে খেললে তাদের স্কিলে উন্নতি হবে এতে কোনো সন্দেহ নেই। কারণ আইপিএল অনেক বড় টুর্নামেন্ট। কিন্তু তাদের প্রথম প্রাধান্য হচ্ছে দেশের জন্য খেলা।’

আগামী ৩১ মার্চ থেকে আইপিএলের এবারের আসর শুরু হচ্ছে। ১ এপ্রিল মোহালিতে পাঞ্জাব কিংসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে নামবে কলকাতা। তবে এই ম্যাচ থেকে সাকিব-লিটনের খেলা সম্ভব না। কারণ ৪ এপ্রিল থেকে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে নামবে বাংলাদেশ। সাকিব টেস্ট দলের অধিনায়ক আর লিটন সহ-অধিনায়ক। ইতোমধ্যে বিসিবি জানিয়েছে, সিরিজ শেষ করে তারা ফ্র‌্যাঞ্চাইজি আসরটিতে যোগ দিতে পারবেন। তবে টেস্টে না থাকায় দিল্লিতে ডাক পাওয়া মুস্তাফিজ শুরু থেকে আইপিএলে যোগ দিতে পারবেন।

এসএইচ/এএইচএস

Link copied