স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন সাকিব-তামিমরা

আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালির স্বাধীনতা অর্জনের পথে এক ইতিহাসখচিত দিন আজ। ২৫ মার্চের মধ্যরাত থেকে শুরু হওয়া ধ্বংসস্তূপের মধ্য থেকে উঠে দাঁড়িয়ে বাঙালি এই দিন থেকে মুক্তিযুদ্ধ ও দেশ স্বাধীন করার শপথ গ্রহণ করে। শুরু হয় মুক্তিযুদ্ধ। ঢাকা ছাড়া সারা দেশে ওড়ে স্বাধীন বাংলার পতাকা।
সবুজের জমিনে রক্তিম সূর্য খচিত মানচিত্রের বাংলাদেশের স্বাধীনতা দিবসে সেই সকল বীরদের স্বরণ করছেন দেশের সকল শ্রেণী পেশার মানুষ। সাকিব-তামিমরাও বাদ যাননি। জাতীয় দিবসে বীরদের স্মরণ করে স্বাধীনতার শুভেচ্ছা জানিয়েছেন তারাও।
টাইগারদের টি-টোয়েন্ট ও টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান নিজের ফেসবুকে এক বার্তায় লিখেছেন, বাংলাদেশের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা! আজ আমাদের মহান সংগ্রামী স্বাধীনতার ৫২তম বার্ষিকী। একটি যুদ্ধ-বিধ্বস্ত দেশ থেকে আজ আমরা একটি রোল মডেল জাতিতে রূপান্তরিত হয়েছি এবং গত পাঁচ দশকে অনেক দূর এগিয়েছি। একটি স্বাধীন জাতি নিশ্চিত করার জন্য চূড়ান্ত ত্যাগ স্বীকারকারী শহীদদের স্মরণে আজ আমাদের সঙ্গে যোগ দিন এবং আসুন আমরা সবাই বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য আরও প্রতিশ্রুতিশীল ভবিষ্যতের দিকে আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখি।
Happy Independence Day, Bangladesh! Today marks the 52nd anniversary of our hard-fought freedom. From a war-torn nation,...
Posted by Shakib Al Hasan on Saturday, March 25, 2023
ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, মহান স্বাধীনতা দিবস আজ। সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। এছাড়া শুভেচ্ছা জানিয়েছেন মুশফিক এবং সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজাও।
স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। Happy Independence Day.
Posted by Mashrafe Bin Mortaza on Saturday, March 25, 2023
টাইগার পেসার তাসকিন নিজের শুভেচ্ছাবার্তায় বলেন, বাংলাদেশের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা! এই দিনে, আসুন আমরা সবাই মিলে স্বাধীনতার চেতনা উদযাপন করি এবং বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যতের জন্য কাজ করি। আমরা যেন আমাদের সকল নাগরিকের জন্য স্বাধীনতা, ন্যায়বিচার এবং সমতার জন্য সংগ্রাম চালিয়ে যেতে পারি।
Proud of our martyrs, proud of our freedom fighters, proud to be a Bangladeshi. On Independence Day, remembering all...
Posted by Bangladesh Cricket : The Tigers on Saturday, March 25, 2023
এফআই