রকিবুলের স্বাধীনতা পদক বরণ

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

৩১ মার্চ ২০২৩, ০৯:১৪ পিএম


রকিবুলের স্বাধীনতা পদক বরণ

ছবি: সংগৃহীত

রকিবুল হাসান সাবেক জাতীয় ক্রিকেটার। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে শ্রদ্ধেয় এক নাম। ক্রীড়াঙ্গনের পাশাপাশি গণমাধ্যমেও ছিল তার বিচরণ। সত্তর-আশির দশকে ক্রীড়া বিষয়ক রিপোর্টিং করেছেন। ক্রীড়া সাংবাদিক ও লেখকদের সবচেয়ে প্রাচীন সংগঠন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সভাপতিও ছিলেন। দেশের ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানের জন্য সম্প্রতি দেশের সর্বোচ্চ বেসামরিক পদক স্বাধীনতা পদক পেয়েছেন রকিবুল হাসান।

ক্রীড়া লেখক সমিতির সাবেক সভাপতি এই অসামান্য অর্জনটি আজ বিশেষভাবে উদযাপন করেছেন। রাজধানীর হ্যান্ডবল স্টেডিয়ামে ক্রীড়া লেখক সমিতির বার্ষিক ইফতার মাহফিল ছিল। ইফতার শেষে রকিবুল হাসানের অর্জনের উদযাপন স্বরুপ একটি কেক কাটা হয়।

এ সময় ক্রীড়া লেখক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক সহ ক্রীড়াঙ্গনের সর্বস্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কেক কাটার মুহূর্তে স্বাধীনতা পদকপ্রাপ্ত ক্রীড়াবিদ ও ক্রীড়া লেখক সমিতির সাবেক সভাপতি রকিবুল হাসান বলেন, 'ক্রীড়া লেখক সমিতি এমন আয়োজন করায় ধন্যবাদ। জীবনের বাকি সময় দেশের ক্রীড়াঙ্গন ও ক্রীড়া লেখক সমিতির জন্য কাজ করে যেতে চাই।'

এজেড/এইচজেএস

Link copied