বিশ্বকাপ প্রস্তুতির জন্যই আইপিএল খেলতে চেয়েছি : সাকিব

সাকিব আল হাসান মানেই যেন বিতর্ক। সবসময়ই তাকে নিয়ে আলোচনা ও সমালোচনা তৈরি হয়। সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট বাদ দিয়ে আইপিএল খেলার ইচ্ছার কথা জানান সাকিব আল হাসান। ওই সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করেছিলেন খোদ বোর্ড কর্মকর্তারাও।
এতদিন এই ব্যাপারে মুখ খুলেননি ওয়ানডেতে বিশ্বেসেরা এই অলরাউন্ডার। এবার নিজের শ্রীলঙ্কা সিরিজ না খেলার সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছেন সাকিব। ভারতে অনুষ্ঠিতব্য আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্যই আইপিএল খেলার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান সাকিব।
দারাজ ক্রিকফ্রেঞ্জি লাইভে তিনি বলেন, ‘যারা সমালোচনা করেছে তারা চিঠিটা পড়েননি। আমি বিসিবিকে যে চিঠি দিয়েছি, কোথাও বলিনি টেস্ট খেলতে চাই না। আমি লিখেছি বিশ্বকাপের প্রস্তুতির জন্য খেলতে চাই না। পাপন ভাইকে ধন্যবাদ উনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। প্লেয়ারদের এই স্বাধীনতা দেওয়া উচিত। মানুষ যে, বারবার বলছে যে টেস্ট খেলতে চাই না। এটা সঠিক নাই। আমি বলেছি বিশ্বকাপ প্রস্তুতির জন্য এই সময়ে আমি আইপিএল খেলতে চাই, ওয়ানডে থাকলেও খেলতাম। এটা দলকেও সহায়তা করবে, আমি তাদের কাছে অভিজ্ঞতা ভাগাভাগি করতে পারবো।’
টেস্ট সিরিজের এই দুই ম্যাচ খেললেও খুব বেশি কিছু আসতো যেত না বলে মনে করেন সাকিব, ‘দেখুন আসলে প্রথমত শ্রীলঙ্কার সঙ্গে যদি সময় মতো খেলতাম তাহলে এই প্রশ্ন আসত না। মহামারির জন্য উল্টোপাল্টা হয়ে গেছে। দ্বিতীয়ত টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ এটা। আমরা সম্ভবত পয়েন্ট টেবিলে সবার শেষে আছি। এমন না যে এই দুই ম্যাচ খেললে অনেক কিছু ঘটে যেত।’
নিজের না খেলাকে তরুণদের জন্যও দারুণ সুযোগ বলে মনে করেন তিনি, ‘যেহেতু আমরা অনেকদিন ধরে খেলছি। এটা হয়তো তরুণদের জন্য ভালো সুযোগ হতো। আমি যেহেতু অনেক দিন ধরে খেলছি না টেস্টে। তাই এটা ভালো হতে পারে নতুন প্লেয়ার সুযোগ পাবে। ভারতে এবার আমাদের বিশ্বকাপ ম্যাচ আছে। ওখানে বড় কিছু অর্জন করার সুযোগ আছে। এই কারণেই আসলে ওই সিদ্ধান্ত নেওয়া।’
এমএইচ