আগামী সপ্তাহে অস্ত্রোপচার করাবেন আইয়ার

Dhaka Post Desk

স্পোর্টস ডেস্ক

১৫ এপ্রিল ২০২৩, ০৮:৩৭ পিএম


আগামী সপ্তাহে অস্ত্রোপচার করাবেন আইয়ার

ছবি: সংগৃহীত

চোটের কারণে পিঠের অস্ত্রোপচার করতে হচ্ছে শ্রেয়াস আইয়ারকে। এরপর সব প্রক্রিয়া শেষে আবারও মাঠে ফিরতে বেশ কয়েক সপ্তাহ সময় লাগবে তার। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

আগামী সপ্তাহেই অস্ত্রোপচার করাবেন আইয়ার। এরপর দুই সপ্তাহ বিশেষজ্ঞ ডাক্তারের অধীনে থাকবেন এই টপ অর্ডার ব্যাটার। সেখান থেকে ফিরে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে (এনসিএ) পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন তিনি।

বিসিসিআই জানিয়েছে, 'শ্রেয়াস আইয়ার আগামী সপ্তাহে তার পিঠের সমস্যার জন্য অস্ত্রোপচার করবে। তিনি দুই সপ্তাহ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে থাকবেন এবং তারপর পুনর্বাসনের জন্য এনসিএতে ফিরে আসবেন।'

এই চোটের কারণে আইপিএলের চলমান আসরে খেলতে পারছেন না আইয়ার। তাছাড়া ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজেও দর্শক হয়ে ছিলেন তিনি। 

এইচজেএস 

Link copied