‘সুযোগ যেকোনো সময় আসতে পারে’, বিপ্লবকে হাথুরু

বাংলাদেশের ক্রিকেটে বরাবরই স্পিনারদের আধিপত্য ছিল। সেই ধারা এখনও অব্যাহত আছে। অথচ একজন বিশ্বমানের লেগ স্পিনার এদেশের ক্রিকেটে যেন সোনার হরিণ! রীতিমতো বিজ্ঞাপন দিয়েও যেন কাঙ্ক্ষিত সেই সোনার হরিণের সন্ধান পাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সমস্যা সমাধানে অবশ্য বেশ কয়েক বছর আগেই আমিনুল ইসলাম বিপ্লবে আশা দেখেছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু সেই আশার পালে হাওয়া দিতে পারেননি বিপ্লব। তবে নিভু নিভু প্রদীপ হয়ে এখনও টিকে আছেন ঘরোয়া ক্রিকেটে। এখনও স্বপ্ন দেখেন লাল-সবুজ জার্সিটা আরও একবার গায়ে জড়ানোর।
২০১৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন আমিনুল ইসলাম বিপ্লব। এরপর বাংলাদেশের জার্সিতে খেলেছেন আরও ৯ ম্যাচ। তবে দলে থিতু হতে পারেননি। সর্বশেষ ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে খেলেছেন। এরপর আর দেশের হয়ে মাঠে নামার সু্যোগ হয়নি এই লেগ স্পিনারের।
আসন্ন আফগানিস্তান সিরিজকে সামনে রেখে প্রি সিরিজ ক্যাম্প করছে বাংলাদেশ। সেখানেও ঠাঁই হয়নি বিপ্লবের। তবে সম্প্রতি বিসিবির যে স্পিনিং ক্যাম্প হয়েছিল, সেখানেই ছিলেন এই লেগ স্পিনার। যেখানে তিনি নিজের স্কিল নিয়ে কাজ করেছেন রঙ্গনা হেরাথের সঙ্গে। এই ক্যাম্পের অভিজ্ঞতা এবং নিজের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে এই তরুণ স্পিনার কথা বলেছেন ঢাকা পোস্টের ক্রীড়া প্রতিবেদক সাকিব শাওনের সঙ্গে।
ঢাকা পোস্ট : অনেকদিন পর দলের সঙ্গে মিরপুরে অনুশীলন করে কেমন লাগছে?
বিপ্লব: আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। দারুণ পরিবেশ ছিল অনুশীলন করার জন্য। অনেকদিন পর যেহেতু সবার সাথে অনুশীলন করেছি, ভালো লেগেছে।
ঢাকা পোস্ট : জাতীয় দলে শুরুটা ভালো হলেও দ্রুতই জায়গা হারিয়েছেন এর কারণ কি বলে আপনি মনে করেন?
বিপ্লব: সেটা আসলে বলা কঠিন, কিছু জায়গায় হয়তো সুযোগ কম হয়েছে আবার আমি নিজেও ভালো খেলতে পারিনি। তবে নিজের কাজটা ঠিকমত চালিয়ে যাচ্ছি এখনো। দেখা যাক, আল্লাহ ভরসা।
ঢাকা পোস্ট : আপনি কি মনে করেন যে, সুযোগ কম পেয়েছেন? যদি তাই হয় তবে সেটা নিয়ে খারাপ লাগা আছে কি না?
বিপ্লব: এরকম খারাপ লাগা নেই, তবে সুযোগ যখন পেয়েছিলাম তখন যদি আরো ভালো করতাম তাহলে আরো ভালো হতো এখন।
ঢাকা পোস্ট : আমাদের দেশে কি লেগ স্পিনারদের কদর কম, বা মূল্যায়ন কম এ প্রসঙ্গে আপনার ধারণা কি?
বিপ্লব: দুইটাই, অনেকদিক থেকে দেখা যাচ্ছে যে সুযোগও কম। আবার এটাও ঠিক যে লেগ স্পিনার যেই খেলুক না কেন সবারই ভালো খেলতে হবে। একটু তো সুযোগ কম হয়, কারণ অনেকে লেগ স্পিনার নেয় না, সেই দিক থেকে।
ঢাকা পোস্ট : সর্বশেষ ডিপিএলে দলের অধিনায়ক হয়েও বল করেননি যে কারণে অনেক কথা হয়েছিল এ নিয়ে আপনার ব্যাখা কি?
বিপ্লব: এটা আসলে ওরকম কিছু না। আমি কেন করিনি ওদিন বল, এটা তো সবাই জানে না আসলে। ম্যাচের আগে আমার একটা চোট ছিল যে কারণে বোলিং করা আমার পক্ষে সম্ভব ছিল না। এটা নিয়ে অনেকে কথা বলেছে যে অধিনায়ক ছিল অথচ বোলিং করল না। আসলে সবাই তো সবকিছু জানে না আমার হাতে ব্যথা না কমায় সেদিন আর বল করতে পারিনি।

ঢাকা পোস্ট : বলে ভেরিয়েশন আনতে নতুন কোনো কাজ করছেন?
বিপ্লব: না, ভাই আলাদা কিছু আপাতত করছি না। যে গুলো আগে থেকেই করতাম সেগুলোই টপ আপ করতেছি, নিয়মিত কাজ করে যাচ্ছি ভালো করার জন্য।
ঢাকা পোস্ট : লেগ স্পিনার হিসেবে রিশাদ হোসেন এখন জাতীয় দলের পাইপলাইনে রয়েছেন কিভাবে দেখেন বিষয়টা?
বিপ্লব: এটা আসলে সবার জন্যই সুযোগ। রিশাদ ভালো করেছে সুযোগ পেয়েছে। ইভেন আমি যদি সামনে ভালো করি আমার জন্যও সুযোগ আসবে। এমন না যে বিষয়টা প্রত্যেকটা মানুষ একবার করে সুযোগ পায়, ভালো করলে অবশ্যই সুযোগ আসবে। আমি এটা বলব লেগ স্পিনার কেউ না কেউ তো আছে, সুতরাং ভালো করলে সুযোগ আমারো আসবে। আমিও চাই কেউ না কেউ খেলুক। সেটা আমি হই বা রিশাদ হোক কিংবা অন্য কেউ। যেই খেলবে আমাদের জন্য ভালো।
আরও পড়ুন >> ভারত-ইংল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
ঢাকা পোস্ট : জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে থেকে কোনো বার্তা পান কিনা?
বিপ্লব: সবার সাথেই নিয়মিত যোগাযোগ হয়, কথা হয়। সবার কথায় একটা যেটা সবসময় বলে যে, ভালো পারফর্ম করলে সুযোগ হবেই। উদাহরণ হিসেবে তো রনি তালুকদার ভাইয়ের কথা বলা যায়। ভাই তো ৮ বছর পর দলে ফিরেছে। ওনি পারফর্ম করেছেন, সুযোগ পেয়েছেন। যে কারণে আক্ষেপের কোনো কথা না' ভালো করলে সবারই সুযোগ আসবে বাস্তবতা। আমি বিশ্বাস করি যদি ভালো পারফর্ম করতে পারি আমি ফিরতে পারব ইনশাআল্লাহ।
ঢাকা পোস্ট : ভারতে বিশ্বকাপ যে কারণে বাংলাদেশ দল একজন লেগ স্পিনারের শূর্ণ্যতা অনুভব করেন কিনা?
বিপ্লব: এটা ডিপেন্ড করে আসলে মাঠ অনুযায়ী। যদি কেউ খেলে তাহলে তো আমাদের জন্য অনেক ভালো সুযোগ। কিন্তু এই সুযোগ যদি কারোর কাছে আসে তাহলে অবশ্য সেই সুযোগ কাজে লাগানো উচিত হবে। শূর্ণতার কথা বললেন, দেখেন প্রতিটা দলেই কিন্তু একজন রয়েছে লেগি। দলের ক্রুশাল সময়ে কিন্তু তারা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে ভালো স্পেল করে, বা ব্রেক-থ্রু এনে দিয়ে। সেই দিক থেকে তো যেকোনো সময় লেগ স্পিনার ভালো কিছু উপহার দিতে পারেন দেশকে এবং দলকে। সে দিক থেকে আমাদের যদি কেউ থাকে অবশ্যই ভালো।
ঢাকা পোস্ট : নতুন প্রধান কোচ হাথুরুসিংহের সাথে কথা হয়েছে কিনা?
বিপ্লব: হ্যাঁ ওনার সাথে দেখা হয়েছে কথা হয়েছে। দুর্ভাগ্যজনক যে অনুশীলন ম্যাচটায় ওনি আসছিল সেই ম্যাচে বিপক্ষে দলকে অল্প রানে অলআউট করায় সেদিন আমার বোলিং করার সুযোগ ছিল না। তবে ব্যাটিংটা সেদিন ভালো হয়েছিল। পরবর্তীতে কোচের সাথে যখন কথা হয়েছিল তখন ওনি আমাকে বলেছে নিজের কাজগুলো করে যেতে সুযোগ যে কোনো সময় আসতে পারে। সুযোগ আসলে যেনো ভালো করতে পারি এজন্য সবসময় নিজেকে প্রস্তুত রাখতে বলেছে। আমি সেটা মাথায় রেখেই কাজ করে যাচ্ছি। আমি ভালো করলে অবশ্যই আমার সুযোগ আসবে। আমি সেই সময়ে নিজের সেরাটা দিতে পারি।
আরও পড়ুন >> নিজেকেও ‘৭’ নম্বর পজিশনে দেখছেন মিরাজ
ঢাকা পোস্ট : জাতীয় দলের জন্য নিজেকে গড়ে তুলতে কি কাজ করছেন, কি ভাবছেন?
বিপ্লব: এখানে কাজটা এখন পুরোটা মেন্টালি। কারণ খেলছি তো এখন। নিজেকে কিভাবে শক্ত রাখা যায়, বেশি কষ্ট করা যায় যে কারণে মেন্টালি শক্ত থাকার চেষ্টার করছি, আমার কাজটা করে যাচ্ছি, বাকিটা আল্লাহ ভরসা।
এসএইচ/এইচজেএস
