এই সিরিজ হারা মানেই আমরা খারাপ দল না : মিরাজ

আফগানিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজে হারের মুখ দেখলো বাংলাদেশ দল। অবশ্য সেই হার আবার নিজেদের ঘরের মাটিতে। কেননা শেষ কয়েক বছরে ঘরের মাটিতে বাংলাদেশ দল বেশ শক্তিশালী হয়ে উঠেছিল। তবে আফগানদের কাছে এমন হারে মোটেও চিন্তিত নন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। জানালেন এই সিরিজ হারা মানেই আমরা খারাপ দল না।
দ্বিতীয় ওয়ানডে ম্যাচ শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসে মিরাজ বলছিলেন, ‘আমি তো বললাম, এই সিরিজ হারা মানে আমরা খারাপ দল না। আমরা ৩-৪ বছর ধরে যেমন খেলছি, আমাদের রেকর্ডই সে কথা বলবে। আমরা যে এখন (বিশ্বকাপ) সুপার লিগে সেরা চার দলের মধ্যে আছি, তা কিন্তু বড় বড় দলগুলোকে হারিয়েই। দুয়েকটি সিরিজ খারাপ হতেই পারে। সময়টা (বিশ্বকাপের আগে) আমাদের কাজে লাগাতে হবে।’
মিরাজের মতে, একটা খারাপ দিন আসতেই পারে। তবে এসব নিয়ে তিনি চিন্তিত নন দাবি করে এই অলরাউন্ডার বলছিলেন, ‘আপনি একটা জিনিস দেখেন আমাদের টিমের ভেতরের বন্ডিং কিন্তু খুব ভালো, আমরা কিন্তু ভালো খেলছি। কিন্তু একটা খারাপ দিন যায়, আমার কাছে মনে হয়- এই দুটা ম্যাচ আমাদের খারাপ সময়ে গিয়েছে। আমরা এটা নিয়ে চিন্তিত না। সামনে আমাদের এশিয়া কাপ খেলা আছে, বিশ্বকাপ খেলা আছে, আমরা সুন্দর পরিকল্পনা করতে পারবো আশা করি।’
সিরিজের শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে নামবে টিম টাইগার্স। যে কারণে তৃতীয় ম্যাচে জয় পেতে মিরাজ আত্মবিশ্বাসী। তিনি বলেন, ‘আমরা, অবশ্যই জেতার জন্যই খেলি। প্রত্যেকটা ম্যাচ জেতার জন্য খেলি। কেউ কিন্তু কখনো হারার জন্য ক্রিকেট খেলে না।’
এসএইচ/এমজে