‘কোনো কিছুই সহজে দিচ্ছে না বাংলাদেশ’

ফাইল ছবি
বাংলাদেশ নারী দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ভারত নারী দলের জন্য সহজ ছিল না। যদিও তারা সিরিজ জিতেছে। কিন্তু টাইগ্রেসরা চোখে চোখ রেখেই লড়াই করেছে। রোববার থেকে শুরু হবে এই দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
আর ওয়ানডে সিরিজ শুরুর আগে আজ শনিবার ভারতীয় অধিনায়ক হারমানপ্রিত কৌর এসেছিলেন সংবাদ সম্মেলনে। জানিয়েছেন বাংলার মেয়েদের সঙ্গে লড়াই করার কথা, 'আমরা জানি, অতীতে তারা ওয়ানডেতে ভালো করেছে। শেষ দুই (টি-টোয়েন্টি) ম্যাচেও তারা দারুণ লড়াই করেছে। কোনো কিছুই সহজে দিচ্ছে না আমাদেরকে। প্রতিটি জিনিসের জন্য আমাদের লড়াই করতে হচ্ছে। তবে আমরাও ওয়ানডে খেলতে পছন্দ করি এবং দলের ওপর আত্মবিশ্বাস আছে। আশা করি, নিজেদের ওপর বিশ্বাস দেখাতে পারব এবং যা করতে চাই তা করতে পারব।'
তবে প্রতিপক্ষ দল নিয়ে খুব একটা ভাবতে রাজি নন হারমানপ্রিত। নিজেদের শক্তির জায়গা নিয়েই উন্নতির কথা ভাবছেন ভারতীয় অধিনায়ক, 'তারা সবসময়ই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল এবং আমরা কখনও কোনো সংস্করণেই তাদেরকে সহজভাবে নেইনি। আগামীকালকে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। আমরা তাই নিজেদের শক্তির জায়গা নিয়ে ভাবছি এবং কোন কোন জায়গায় উন্নতি প্রয়োজন তা দেখছি। এসব বিষয়েই মনোযোগ দিতে চাই।'
ভারতীয় অধিনায়ক অবশ্য ভালো উইকেটে খেলার দাবি জানিয়ে রেখেছেন, 'আমরা যেখানেই যাই, ভালো উইকেটে খেলতে চাই। যত দূর জানি, (ওয়ানডেতে) একই উইকেটে খেলা হবে। আশা করি, পরের দুই ম্যাচে আমরা ভালো উইকেট পাব। আমরা ভালো উইকেটে হাই স্কোরিং ম্যাচ খেলতে চাই। তবে এশিয়ান কন্ডিশনে খেলার সময় আমরা সবসময় জানি যে, উইকেট কিছুটা ধীর ও নিচু হবে। তো ব্যাটিং ইউনিট হিসেবে রান করার জন্য পরিশ্রম করতে হবে। আমরা সেজন্য প্রস্তুত।'
এসএইচ/এইচজেএস