ভয়ডরহীন ক্রিকেটেই সাফল্য হৃদয়ের 

Dhaka Post Desk

স্পোর্টস ডেস্ক

১৯ জুলাই ২০২৩, ০৫:৩৮ পিএম


ভয়ডরহীন ক্রিকেটেই সাফল্য হৃদয়ের 

অভিষেকের পর অল্প কদিনের মাঝেই বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডারে বড় ভরসার নাম হয়ে উঠেছেন তাওহিদ হৃদয়। মিডল অর্ডারে দলের জন্য গুরুত্বপূর্ণ সময়ে একাধিকবার ত্রাতার ভূমিকায় দেখা গিয়েছে তরুণ এই ক্রিকেটারকে। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজেও আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বগুড়ার এই সন্তান। 

নিজের খেলাকে বেশ উপভোগই করছেন হৃদয়। জানালেন, ভয় ছাড়া ক্রিকেট খেলেই নিজেকে এই অবস্থানে নিয়ে এসেছেন তিনি, ‘যখন আপনার মধ্যে ভয় থাকবে, তখন আসলে ভাল কিছু পাওয়া সম্ভব না। কি হবে? হয়ত আমি বাজে খেলব, দল হারবে আর আমিও বাদ পড়ব। এরচেয়ে বেশি কিছু হবে না। তাই ব্যক্তিগতভাবে আমি মনে করি, এটা ভয় পাবার কোন খেলা না। আপনাকে শুধু মানসিকভাবে চাঙ্গা থাকতে হবে। 

ক্রিকবাজের সাথে দেয়া সাক্ষাতে নিজের বর্তমান ফর্ম নিয়েও আলোচনা করেছেন হৃদয়। জানালেন, তিন ফরম্যাটেই ভাল ব্যাট করাই তার লক্ষ্য, ‘বেশিরভাগ ব্যাটারই তিন ফরম্যাটের জন্য আলাদাভাবে ব্যাটিং করেন। পরিস্থিতি অনুযায়ী খুব অল্প পরিবর্তনই করেন ব্যাটাররা।’

আরও পড়ুন: হৃদয়কে সবসময় মুশফিকের কথা বলতেন হান্নান

স্পিনারদের বিপক্ষে খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন কিনা এমন প্রশ্নেও হৃদয় দিয়েছে কৌশলী উত্তর, ‘অনেকেই বলে স্পিনারদের বিপক্ষেই আমি বেশি রান করি। কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন, বিপিএলে কিংবা তারও আগে আমি পেসারদের বিপক্ষেই বেশি রান করেছি। বোলার স্পিনার কি পেসার, তা আমার দেখার বিষয় না। পরিস্থিতি আমার কাছ থেকে কি চাইছে সেটাই মুখ্য। 

সদ্য শেষ হওয়া আফগানিস্তান সিরিজে তৌহিদের ব্যাটে ভর করেই টি-টোয়েন্টি ফরম্যাটে সিরিজ জয় করেছে বাংলাদেশ। এবার তার লক্ষ্য, এশিয়া কাপ এবং বিশ্বকাপে দলকে আরও বেশি সাহায্য করা। 

জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৯ ওয়ানডে ও ৮ টি-টোয়েন্টি খেলেছেন তাওহিদ হৃদয়। ওয়ানডে ক্যারিয়ারে ৪৮.২৮ গড়ে ৩ ফিফটিতে রান করেছেন ৩৩৮। আর ২৬ গড় আর ১৩৫+ বেশি স্ট্রাইক রেটে টি-টোয়েন্টিতে রান করেছেন ১৫৬। 

জেএ

Link copied