যে ওয়ানডেতে ফলাফল এসেছে ৩ দিনে

Dhaka Post Desk

স্পোর্টস ডেস্ক

১২ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪৪ পিএম


যে ওয়ানডেতে ফলাফল এসেছে ৩ দিনে

ফাইল ছবি

ওয়ানডে ম্যাচের জন্য রিজার্ভ ডে নতুন কিছু নয়। কিন্তু সীমিত ওভারের ক্রিকেট ইতিহাসে এমন ম্যাচও আছে, যেটার ফলাফল এসেছিল তিন দিনে। ১৯৭৯ সালের প্রেডুনশিয়াল বিশ্বকাপে ভারত-শ্রীলঙ্কা ম্যাচে এই কাণ্ড ঘটেছিল।

ইংল্যান্ডের ম্যানচেস্টারে আসরের নবম ম্যাচে মুখোমুখি হয়েছিল এই দুই দল। ১৬ জুন খেলা শুরু হয়। তখন ওয়ানডে ম্যাচ হতো ৬০ ওভারে। আগে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৬০ ওভারে ৫ উইকেটে তুলে ২৩৮ রান।

১৬ জুন শ্রীলঙ্কার ইনিংস শেষের পর দিনের আলো কমে আসে। বন্ধ হয়ে যায় খেলা। সেদিন ছিল শনিবার। পরদিন রবিবার ছুটি থাকায় খেলা আর মাঠে গড়ায়নি।

অবশেষে ভারত রান তাড়ায় নামতে পারে ১৮ জুন সোমবারে। কিন্তু চরম ব্যাটিং ব্যর্থতায় ৫৪.১ ওভারে তারা অল আউট হয় ১৯১ রানে। ফলে ওই ম্যাচে ৪৭ রানে হেরেছিল কপিল দেবের ভারত। সেদিন সুনীল গাভাস্কার ২৬, আংশুমান গায়কোয়াড় ৩৩, দিলীপ ভেঙ্গসরকার সর্বোচ্চ ৩৬ রান করেন।

এইচজেএস 

Link copied