বিপিএলে আসছেন রমিজ রাজা-ওয়াকার ইউনুস

বিপিএলের আসন্ন ১২তম আসরে অংশ নিচ্ছে ৬টি ফ্র্যাঞ্চাইজি। যার মধ্যে নতুন মালিকানায় এসেছে চট্টগ্রাম রয়েলসসহ আরো বেশ কয়েকটি দল। আর আসন্ন আসরে ধারাভাষ্য প্যানেলেও থাকছে চমক। পাকিস্তানের সাবেক দুই ক্রিকেটার রমিজ রাজা এবং ওয়াকার ইউনুস আসছেন বিপিএলে ধারাভাষ্য দিতে।
এদিকে বিপিএলে সব দলের প্রধান কোচও চূড়ান্ত। চট্টগ্রামের প্রধান কোচ হিসেবে থাকছেন মমিনুল হক। এ ছাড়া কোচিং প্যানেলে আরও রয়েছেন নাজমুল হোসেন মিলন এবং আশরাফুল ইসলাম জিকো।
রংপুর কোচিং স্টাফে প্রধান কোচ হিসেবে আছেন মিকি আর্থার, সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল, ব্যাটিং কোচ শাহরিয়ার নাফিস, স্পিন বোলিং কোচ মোহাম্মদ রফিক।
রাজশাহী দলের প্রধান কোচ হিসেবে রয়েছেন হান্নান সরকার। ঢাকা ক্যাপিটালসের কোচ টবি রাদারফোর্ড। অন্যদিকে সিলেটের প্রধান কোচের দায়িত্বে আছেন সোহেল ইসলাম। নোয়াখালীর দায়িত্বে খালেদ মাহমুদ সুজন।
এসএইচ/এইচজেএস