আইপিএল নিলামে যোগ দিতে জাতীয় দল ছাড়ছেন অস্ট্রেলিয়ার কোচ

আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদের কোচিং প্যানেলে আছেন ডেনিয়েল ভেট্টরি। একই সঙ্গে অস্ট্রেলিয়া জাতীয় দলের সহকারী কোচ হিসেবেও কাজ করছেন এই কিউই কোচ। এবার জাতীয় দলে কাজ করার চেয়ে হায়দরাবাদকে বেশি প্রধান্য দিচ্ছেন তিনি।
অ্যাশেজে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড তৃতীয় টেস্ট শুরু ১৭ ডিসেম্বর। তার আগের দিন আবু ধাবিতে আইপিএলের নিলাম। ফলে সংক্ষিপ্ত সফরে আবু ধাবি যাবেন ভেট্টরি। নিলামে অংশ নেবেন। নিলাম শেষে আবার অস্ট্রেলিয়া শিবিরে যোগ দেবেন।
আইপিএল নিলামে যোগ দেওয়ার জন্য অজি বোর্ডের থেকে অনুমতিও পেয়েছেন ভেট্টরি। এটাই প্রথম নয়, গত বছরের নিলামের সময়ও অস্ট্রেলিয়া দলের দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি নিয়েছিলেন ভেট্টরি। তখন ভারতের বিপক্ষে টেস্ট খেলছিল অস্ট্রেলিয়া।
ভেট্টরি অ্যাশেজের মাঝপথে দল ছাড়লেও, সেই কাজ করছেন না রিকি পন্টিং। তিনি অবশ্য কোচ নন, বিশ্লেষক হিসেবে অ্যাশেজে কাজ করছেন। তিনি সেভেন নেটওয়ার্কের সঙ্গে চুক্তিবদ্ধ। তারা পন্টিংকে অ্যাশেজের মাঝপথে আবু ধাবি যাওয়ার অনুমতি দেয়নি। ফলে পঞ্জাব কিংসের কোচ থাকতে পারবেন না নিলামের টেবিলে।
এইচজেএস