নিউজিল্যান্ডের সেমিফাইনাল-নায়ক মিচেলকে ফেরালেন হেইজেলউড

সেমিফাইনালের নায়ক ছিলেন তিনি। ড্যারিল মিচেলকে সম্ভাব্য নায়ক ধরা হচ্ছিল ফাইনালেরও। শুরুটাও করেছিলেন দারুণ। তবে তারপরই ছন্দপতন।
জশ হেইজেলউড ফেরালেন তাকে। স্লোয়ারে বিভ্রান্ত করলেন তাকে। খানিকটা ভেতরে ঢোকা বলটা মিচেলের ব্যাট ছুঁয়ে চলে গেল ওয়েডের হাতে। দলীয় ২৮ রানে নিউজিল্যান্ড হারাল প্রথম উইকেট।
এর আগে শুরুটা খারাপ হয়নি নিউজিল্যান্ডের। শুরুর দুই ওভারে কিছুটা খোলসে থাকার পর তৃতীয় ওভারে আক্রমণে আসা গ্লেন ম্যাক্সওয়েলের ওপর চড়াও হন দুই ওপেনার মার্টিন গাপটিল আর মিচেল। তবে সে ওভারে গাপটিলের একটা ক্যাচ উইকেটের পেছনে ম্যাথু ওয়েড না ছাড়লে পরিস্থিতিটা আরও কঠিনই হতে পারত কিউইদের জন্য। পরের ওভারেই অবশ্য মিচেলের ক্যাচ নিয়ে প্রায়শ্চিত্ত করলেন অজি উইকেটরক্ষক।
এনইউ
টাইমলাইন
-
১৪ নভেম্বর ২০২১, ২২:৫১
বিপজ্জনক ওয়ার্নারকে ফেরালেন বোল্ট
-
১৪ নভেম্বর ২০২১, ২২:২৭
ওয়ার্নার-মার্শের ব্যাটে পাওয়ারপ্লেতে ‘জিতল’ অস্ট্রেলিয়া
-
১৪ নভেম্বর ২০২১, ২১:৪৪
অস্ট্রেলিয়াকে ১৭৩ রানের চ্যালেঞ্জ নিউজিল্যান্ডের
-
১৪ নভেম্বর ২০২১, ২১:৩৫
রেকর্ড ভাঙা হলো না উইলিয়ামসনের
-
১৪ নভেম্বর ২০২১, ২০:৫৯
কিউইদের বিপদে ফেলে বিদায় গাপটিলের
-
১৪ নভেম্বর ২০২১, ২০:২৩
নিউজিল্যান্ডের সেমিফাইনাল-নায়ক মিচেলকে ফেরালেন হেইজেলউড
-
১৪ নভেম্বর ২০২১, ১৯:৩৯
টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠাল অস্ট্রেলিয়া