ওয়ার্নার-মার্শের ব্যাটে পাওয়ারপ্লেতে ‘জিতল’ অস্ট্রেলিয়া

শুরুর ওভারে এক রান। এর একটু পর ফিরলেন অ্যারন ফিঞ্চ। তাতে অজি শিবিরে ভয় ছিল পথ হারানোর। তবে ওপেনার ডেভিড ওয়ার্নার আর মিচেল মার্শের ব্যাটে সে শঙ্কা ঝেঁটিয়ে বিদায় করেছে অস্ট্রেলিয়া। তাতে পাওয়ারপ্লেতে ‘জয়টাও’ তুলে নিয়েছে দলটি।
ইনিংসের প্রথম ছয় ওভারে নিউজিল্যান্ডের রান ছিল ৩২, উইকেট হারিয়েছিল একটা। ১৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া উইকেটের ক্ষেত্রে সমতায় থাকলেও রান তুলেছে বেশি। পাওয়ারপ্লে শেষ করেছে ৪৩ রান তুলে।
এর কৃতিত্বটা অবশ্য মিচেল মার্শেরই বেশি। অধিনায়ক ফিঞ্চের বিদায়ের পর এসেছেন উইকেটে। এরপরই শুরু ঝোড়ো ব্যাটিংয়ের। নিজের খেলা প্রথম তিন বলেই তুলেছেন ১৪ রান। অ্যাডাম মিলনেকে ছক্কা হাঁকিয়ে শুরুর পর মেরেছেন আরও দুটো চার। তাতেই অধিনায়ককে হারানোর চাপটা উড়িয়ে দিয়েছে দলটি। অপর পাশে ডেভিড ওয়ার্নার অবশ্য আছেন ধৈর্যের প্রতিমূর্তি হয়ে। ২০ বলে তুলেছেন ১৯ রান।
এনইউ
টাইমলাইন
-
১৪ নভেম্বর ২০২১, ২২:৫১
বিপজ্জনক ওয়ার্নারকে ফেরালেন বোল্ট
-
১৪ নভেম্বর ২০২১, ২২:২৭
ওয়ার্নার-মার্শের ব্যাটে পাওয়ারপ্লেতে ‘জিতল’ অস্ট্রেলিয়া
-
১৪ নভেম্বর ২০২১, ২১:৪৪
অস্ট্রেলিয়াকে ১৭৩ রানের চ্যালেঞ্জ নিউজিল্যান্ডের
-
১৪ নভেম্বর ২০২১, ২১:৩৫
রেকর্ড ভাঙা হলো না উইলিয়ামসনের
-
১৪ নভেম্বর ২০২১, ২০:৫৯
কিউইদের বিপদে ফেলে বিদায় গাপটিলের
-
১৪ নভেম্বর ২০২১, ২০:২৩
নিউজিল্যান্ডের সেমিফাইনাল-নায়ক মিচেলকে ফেরালেন হেইজেলউড
-
১৪ নভেম্বর ২০২১, ১৯:৩৯
টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠাল অস্ট্রেলিয়া