বিপজ্জনক ওয়ার্নারকে ফেরালেন বোল্ট

শুরুর ধাক্কাটা দিয়েছিলেন তিনি। সেই ট্রেন্ট বোল্টই আবারও নিউজিল্যান্ডকে এনে দিলেন ‘সাফল্য’। ফেরালেন বিপজ্জনক ডেভিড ওয়ার্নারকে। তাতে নিউজিল্যান্ডের ম্যাচে ফেরার আশাটাও জোরদার হলো বৈকি!
পাওয়ার প্লেতে আগে কিছুটা শান্তই ছিলেন তিনি। আসল রূপটা দেখালেন এরপর। চার ছয়ে নাভিশ্বাস তুললেন কিউই বোলারদের।
৬ ওভার শেষ যখন হচ্ছিল, তার রান তখন ২০ বলে ১৯। এরপর সেই বাড়িয়েছেন রানের গতি। পরের ১৮ বলে তিনি তুলেছেন ৩৪ রান। তাতে প্রয়োজনীয় রানটাও নেমে এসেছিল হাতের খুব নাগালে।
তবে তাকে বোল্ড করে ফিরিয়ে নিউজিল্যান্ডের ম্যাচে ফেরার আশাটাও আবার ফিরিয়ে এনেছেন বোল্ট। ৪৬ বলে এখন অস্ট্রেলিয়ার চাই ৬৬ রান।
এনইউ
টাইমলাইন
-
১৪ নভেম্বর ২০২১, ২২:৫১
বিপজ্জনক ওয়ার্নারকে ফেরালেন বোল্ট
-
১৪ নভেম্বর ২০২১, ২২:২৭
ওয়ার্নার-মার্শের ব্যাটে পাওয়ারপ্লেতে ‘জিতল’ অস্ট্রেলিয়া
-
১৪ নভেম্বর ২০২১, ২১:৪৪
অস্ট্রেলিয়াকে ১৭৩ রানের চ্যালেঞ্জ নিউজিল্যান্ডের
-
১৪ নভেম্বর ২০২১, ২১:৩৫
রেকর্ড ভাঙা হলো না উইলিয়ামসনের
-
১৪ নভেম্বর ২০২১, ২০:৫৯
কিউইদের বিপদে ফেলে বিদায় গাপটিলের
-
১৪ নভেম্বর ২০২১, ২০:২৩
নিউজিল্যান্ডের সেমিফাইনাল-নায়ক মিচেলকে ফেরালেন হেইজেলউড
-
১৪ নভেম্বর ২০২১, ১৯:৩৯
টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠাল অস্ট্রেলিয়া