বিপজ্জনক ওয়ার্নারকে ফেরালেন বোল্ট

Dhaka Post Desk

স্পোর্টস ডেস্ক

১৪ নভেম্বর ২০২১, ১০:৫১ পিএম


বিপজ্জনক ওয়ার্নারকে ফেরালেন বোল্ট

শুরুর ধাক্কাটা দিয়েছিলেন তিনি। সেই ট্রেন্ট বোল্টই আবারও নিউজিল্যান্ডকে এনে দিলেন ‘সাফল্য’। ফেরালেন বিপজ্জনক ডেভিড ওয়ার্নারকে। তাতে নিউজিল্যান্ডের ম্যাচে ফেরার আশাটাও জোরদার হলো বৈকি!

পাওয়ার প্লেতে আগে কিছুটা শান্তই ছিলেন তিনি। আসল রূপটা দেখালেন এরপর। চার  ছয়ে নাভিশ্বাস তুললেন কিউই বোলারদের।

৬ ওভার শেষ যখন হচ্ছিল, তার রান তখন ২০ বলে ১৯। এরপর সেই বাড়িয়েছেন রানের গতি। পরের ১৮ বলে তিনি তুলেছেন ৩৪ রান। তাতে প্রয়োজনীয় রানটাও নেমে এসেছিল হাতের খুব নাগালে।

তবে তাকে বোল্ড করে ফিরিয়ে নিউজিল্যান্ডের ম্যাচে ফেরার আশাটাও আবার ফিরিয়ে এনেছেন বোল্ট। ৪৬ বলে এখন অস্ট্রেলিয়ার চাই ৬৬ রান। 

এনইউ

Link copied