ভারতকে ছেড়ে কথা বলবে না বাংলাদেশ

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

২৮ জানুয়ারি ২০২২, ০৬:৪৯ পিএম


ভারতকে ছেড়ে কথা বলবে না বাংলাদেশ

ছবিটা ২০২০ অ-১৯ বিশ্বকাপের, তেমন ভয়ডরহীন ক্রিকেটটা এবারও চায় বাংলাদেশ/গেটি ইমেজ

আগামীকাল শনিবার (১৯ জানুয়ারি) অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল খেলতে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সেমিফাইনালে ওঠার লক্ষ্যে যুব টাইগারদের প্রতিপক্ষ ভারত অনূর্ধ্ব-১৯ দল। ভয়সভিত্তিক ক্রিকেটে বেশ শক্তিশালী ভারত। তবে যুব বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশও ছেড়ে কথা বলবে না। মুখোমুখি লড়াইয়ের আগে বার্তা দিয়ে রাখলেন বাংলাদেশ দলের অধিনায়ক রাকিবুল হাসান।

ম্যাচের আগের দিন অর্থাৎ আজ (শুক্রবার) এক ভিডিও বার্তায় ভয়ডরহীন ক্রিকেট খেলার প্রত্যয় জানিয়ে রাকিবুল বলছিলেন, ‘আমরা ওদের (ভারত) সাথে ভয়ডরহীন ও ইতিবাচক ক্রিকেট খেলব। যাতে আমরা ভালো একটা ফল নিয়ে বের হতে পারি। ওদের সাথে আমাদের আগেও খেলা হয়েছে কিছু ম্যাচ। এশিয়া কাপের সেমিফাইনাল ও তার আগে একটা সিরিজ খেলেছি ভারতে গিয়ে। তাই তাদের শক্তিমত্তা, দুর্বলতা সম্পর্কে আমাদের জানা আছে।’

সঙ্গে যোগ করেন রাকিবুল, ‘যে পরিকল্পনা করে আমরা যাব সেটা যদি প্রয়োগ করতে পারি এবং ছোট ছোট ভুলগুলো যদি আমরা কম করি তাহলে দিনশেষে আমরা ভালো একটা ফল নিয়ে বের হতে পারব। আমরা ফলাফলের চিন্তা করছি না, আমরা ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব, ভয়ডরহীন ও ইতিবাচক ক্রিকেট খেলব।’

গতবার ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা উল্লাসে করে আকরব আলির দল। সে দলের সদস্য রাকিবুল। তবে কিছুদিন আগে যুব এশিয়া কাপে ভার‍তের এই যুব দলের বিপক্ষে লড়াইয়ে নেমে পেরে ওঠেনি বাংলাদেশ। 

রাকিবুলের বিশ্বাস, কোয়ার্টার ফাইনালে আগে ৫-৬ দিনের বিরতি পাওয়ায় শারীরিক ও মানসিকভাবে বেশ চাঙ্গা তার দল। গ্রুপ পর্বে নিজেদের শেষ দুই ম্যাচে জয় আত্মবিশ্বাস দিচ্ছে জুনিয়র টাইগারদের।

রাকিবুল বললেন, ‘গত দুইটা ম্যাচ জিতে আমরা ভালো আত্মবিশ্বাস পেয়েছি। আমাদের ব্যাটসম্যানরা রান করেছে, বোলাররা ভালো বোলিং করেছে। তো আমরা ভালোই আত্মবিশ্বাসী আমাদের স্কিলের উপর। আমরা চেষ্টা করব আমাদের যে পরিকল্পনাটা আছে সেটা মাঠে শতভাগ প্রয়োগ করার।’

টিআইএস/এনইউ

Link copied